শনিবার ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ-জিম্বাবুয়ের টি-২০ পরিসংখ্যান, এগিয়ে যারা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৩ মে ২০২৪ | প্রিন্ট

বাংলাদেশ-জিম্বাবুয়ের টি-২০ পরিসংখ্যান, এগিয়ে যারা

আগামী জুন থেকে মাঠে গড়াবে টি-২০ বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্টের আগে প্রস্তুতির অংশ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-২০ ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। খেলা দেখাবে টি-স্পোর্টস।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটিই শেষ সিরিজ বাংলাদেশের। এই দ্বিপাক্ষিক সিরিজ শুরুর আগে দেখা নেয়া যাক, পরিসংখ্যান আর শক্তিমত্তায় দুই দলের অবস্থান কোথায়।

টি-২০তে এখন পর্যন্ত ২০বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। যেখানে ১৩ জয়ের বিপরীতে ৭ ম্যাচে হেরেছে টিম টাইগার্স। দুই দলের মধ্যে দলীয় সর্বোচ্চ রানের হিসেবে এগিয়ে আছে জিম্বাবুয়ে। ২০২২ সালে হারারেতে বাংলাদেশের বিপক্ষে ২০৫ করেছিল তারা। অন্যদিকে ২০২০ সালে মিরপুরে ৩ উইকেটে ২০০ রান করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

দুই দলের দ্বৈরথে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন লিটন দাস। তিনি করেছেন ৩০৮ রান। আর জিম্বাবুয়ের সেরা রান সংগ্রাহক ৩৭৭ রান। সর্বোচ্চ উইকেট শিকারি বাংলাদেশের মুস্তাফিজুর রহমান (২৪) এবং জিম্বাবুয়ের গ্রেইম ক্রিমার (১১)।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেছেন নাজমুল হোসেন শান্ত, ৭১ রান। আর জিম্বাবুয়ের জার্সিতে হ্যামিল্টন মাসাকাদজা খেলেন অপরাজিত ৯৩ রানের ইনিংস।

এই দুই দলের মধ্যকার লড়াইয়ে সর্বোচ্চ তিনটি করে ফিফটি করেছেন লিটন দাস এবং ওয়েসলি মাধেভেরে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:২২ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ মে ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]