নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। শুক্রবার স্থানীয় সময় ভোর রাতে দেশটির রাজধানী তেহরান ও কারাজ শহরে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল। এর মাধ্যমে ইরান ও ইসরায়েলের মধ্যে ‘সরাসরি সংঘর্ষ’ শুরু হলো যেটা আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। তবে সংঘাত যেন আর না ছড়িয়ে পড়ে সে লক্ষ্যে ইরানকে ইসরায়েলে হামলা না চালাতে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
শনিবার (২৬ অক্টোবর) ইসলামি প্রজাতন্ত্র ইরানে ইসরায়েলের হামলার পরপরই এমন প্রতিক্রিয়া প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র শন সাভেট এ বিষয়ে সাংবাদিকদের বলেন, আমরা ইরানকে ইসরায়েলে হামলা না চালানোর আহ্বান জানাই, যাতে যুদ্ধের মাত্রা কোনোভাবে না বাড়ে এবং সংঘাতের এই চক্রটি থেমে যেতে পারে।
ইসরায়েলি সামরিক বাহিনী আজ শনিবার (২৬ অক্টোবর) ইরানে আকাশপথে হামলা করেছে। এই হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের বিভিন্ন সামিরক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র অবকাঠামো। এ ছাড়া আরো বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতেও হামলা চালানো হয়।
এ বিষয়ে শন সাভেট বলেন, ইসরায়েলের জবাব ছিল আত্মরক্ষামূলক। এই হামলায় জনাকীর্ণ এলাকাগুলো এড়ানো হয়েছে এবং কেবল সামরিক অবকাঠামোই ছিল লক্ষ্যবস্তু। অন্যদিকে ইরান ইসরায়েলে যে হামলা চালিয়েছিল, তার লক্ষ্যবস্তু ছিল জনবহুল নগরী।
ইসরায়েলের হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই উল্লেখ করে শন সাভেট আরো বলেন, আমাদের প্রধান লক্ষ্য হলো মধ্যপাচ্যে উত্তেজনা কমিয়ে আনা এবং কূটনৈতিক তৎপরতার ওপর জোর দেওয়া।
এদিকে মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার জাতীয় নিরাপত্তা বিষয়ক কর্মকর্তারা ইসরায়েলের সঙ্গে একটি বিষয়ে কাজ করে আসছিলেন আর তা হলো ইরানের হামলার জবাবে ইসরায়েল যেন ইরানে হামলা চালাতে এমন লক্ষ্যবস্তু বেছে নেয়, যেখানে বেসামরিক লোকজনের অপেক্ষাকৃত কম ক্ষতি হয়।
ওই কর্মকর্তা পরে বলেন, ইসরায়েল সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতেই আঘাত হেনেছে। তিনি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এমনভাবে হামলার পরিকল্পনা করতে উৎসাহিত করেছিলেন, যাতে সংঘাত বড় আকারে ছড়িয়ে না পড়ে, আর এটাই ছিল আমাদের উদ্দেশ্য।
প্রসঙ্গত, ইসরায়েল ও ইরানের মধ্যে এখন সরাসরি সংঘর্ষ চলছে। এতদিন এই দুই দেশের মধ্যে প্রক্সি যুদ্ধ চলতো। ইরানে হামলার মাধ্যমে ইসরায়েল মুখোমুখি অবস্থান নিয়েছে। ইরান-ইসরায়েলের মধ্যে এই সংঘর্ষ আন্তর্জাতিক অভিনেতা, মার্কিন যুক্তরাষ্ট্র ও এই অঞ্চলের অনেক লোকের জন্য খুবই উদ্বেগজনক।
Posted ৭:২২ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
ajkerograbani.com | Salah Uddin