নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা বুধবার (৩০ অক্টোবর) সকাল থেকে ফের আন্দোলনে নামার ঘোষণা দিয়ে রাজধানীর সায়েন্সল্যাবের সড়ক থেকে সরে গেছেন। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ তিন দাবিতে অনির্দিষ্টকালের জন্য ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে সড়ক অবরোধ করেছিলেন তারা।
মঙ্গলবার এ কর্মসূচি ঘোষণা করেন ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুর রহমান।
আব্দুর রহমান বলেন, আমরা হঠাৎ করে যে রাস্তায় নেমেছি বিষয়টি এমন না। আমরা আমাদের দাবির ব্যাপারে রাষ্ট্রের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের তাদেরকে অবগত করে গত ২২ সেপ্টেম্বর পর্যন্ত বলে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছিলাম কিন্তু আমাদের দাবি মানা হয়নি। তারা আমাদেরকে শিক্ষার্থীই মনে করে না। আমরা বলতে চাই, আমাদের উদ্দেশ্য পবিত্র এবং আমরা বঞ্চিত; এ জায়গা থেকে আমরা মুক্তি চাই। এ মুক্তি মিলবে একটি আলাদা স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে। আমরা কোনো অন্তর্বর্তীকালীন বিশ্ববিদ্যালয় চাই না।
কর্মসূচি প্রসঙ্গে আব্দুর রহমান বলেন, শিক্ষা মন্ত্রণালয় আমাদের ডেকেছে, সেখানে একটি প্রতিনিধি দল যাবে। বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সায়েন্সল্যাবে অবরোধ কর্মসূচি চলবে।
শিক্ষার্থীদের দাবি, ২০১৭ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সরকারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে এ সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ অপরিকল্পিত। ফলে যে লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে কলেজগুলোকে অধিভুক্ত করা হয়েছিল, সেটা বিগত ৮ বছরেও অর্জন করা সম্ভব হয়নি। বিপরীতে এসব কলেজের শিক্ষার্থীদের শিক্ষা জীবনে নেমে আসে চরম বিশৃঙ্খলা। এক কথায় শিক্ষার মানের উন্নতির পরিবর্তে ঢাবি প্রশাসনের বৈষম্যমূলক বিভিন্ন নীতি ও প্রশাসনিক দুর্বলতার কারণে শিক্ষার্থীরা শিক্ষার যথাযথ সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের আওতায় আনা হোক।
স্বায়ত্তশাসিত বা স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রাথমিকভাবে তিনটি কর্মপরিকল্পনা ঘোষণা করেন আন্দোলনকারীরা। সেগুলো হলো- সাত কলেজ নিয়ে একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় করার অভিপ্রায়ে দ্রুত একটি সংস্কার কমিটি গঠন; সংস্কার কমিটি অনধিক ৩০ কার্যদিবসের মধ্যে সাত কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে সাত কলেজের সমন্বয়ে শুধুমাত্র একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা প্রণয়ন; সংস্কার কমিটি বর্তমান কাঠামো সচল রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন, যেন নিয়মিত শিক্ষার্থীদের সেশন জটিলতার কোনো ধরনের পরিবেশ তৈরি না হয়।
এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
এর আগে সরকারের গঠিত ১৩ সদস্যের সংস্কার কমিটি প্রত্যাখ্যান করে মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিলটি নিয়ে সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেন তারা। প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠে সাইন্সল্যাব এলাকা। এতে সায়েন্সল্যাব মোড় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
Posted ৪:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
ajkerograbani.com | Salah Uddin