শনিবার ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে ৯১ শতাংশ মানুষ মানসিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ | প্রিন্ট

দেশে ৯১ শতাংশ মানুষ মানসিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত

ধারণা করা হয় বিশ্বের প্রতি ছয়জনে একজন কোনো না কোনোভাবে মানসিক রোগে আক্রান্ত। এ হিসেবে বাংলাদেশে মানসিক রোগীর সংখ্যা প্রায় তিন কোটি। বিশাল অংকের এই মানসিক রোগীদের মধ্যে ৯১ শতাংশ প্রাপ্তবয়স্ক মানসিক রোগী এবং ৯৪.৩ শতাংশ শিশু মানসিক রোগী চিকিৎসাসেবার বাইরে থেকে যাচ্ছে।

বুধবার দুপুরে খুলনা জেলা শিল্পকলা অ্যাকাডেমির অডিটোরিয়ামে এক আলোচনা সভায় এসব তথ্য তুলে ধরেন বক্তারা। এদিন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা জানান, মানসিক রোগের কারণ হিসেবে নগর জীবনের ব্যস্ততা, আর্থ-সামাজিক অবস্থা, হতাশা-অপ্রাপ্তি, অনলাইনে অতিরিক্ত সময় কাটানো, খেলাধুলা-সাংস্কৃতিক চর্চার ঘাটতিকে দায়ী করা হয়। মানসিক রোগ থেকে মুক্তি পেতে গৃহ এবং কর্মস্থলে স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্যময় সম্পর্ক গড়ে তোলা বা বন্ধুত্বপূর্ণ আচরণ এবং পরিবারে সদস্যদের পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন।

সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য দফতরের বিভাগীয় পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ। খুলনার সিভিল সার্জন ডা. শেখ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাম্মী আখতার ও খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম রাজু বক্তৃতা করেন।

স্বাগত বক্তৃতা করেন ডেপুটি সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন। সভাটি পরিচালনা করেন সিভিল সার্জন দফতরের মেডিকেল অফিসার ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা।

Facebook Comments Box
advertisement

Posted ১২:১৬ অপরাহ্ণ | বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]