বৃহস্পতিবার ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ | প্রিন্ট

কেরানীগঞ্জে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কাশবনের ছনকাটা, এলাকায় আধিপত্য ও প্রভাব বিস্তার করাকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে তেঘরিয়া ইউনিয়নের সাউথ টাউন আবাসিক হাউজিং প্রকল্পে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঐ হাউজিংয়ে কাশবনের ছনকাটা, এলাকায় নিজস্ব আধিপত্য ও প্রভাব বিস্তার করাকে কেন্দ্র করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশরাফ আহমেদ মানিক ও তেঘরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবির মোল্লার অনুসারীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে আবির মোল্লার খালাতো ভাই নিরব (২২), চাচাতো ভাই (কুয়েত প্রবাসী) মনির মোল্লা (৩০) ও আবিরের অনুসারী মো. মিরাজ (২৮) সহ উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়। নিরবের মাথায় মানিকের অনুসারীরা ছুরিকাঘাত করে। এতে গুরুতর জখম হয় তার।

আহতদের প্রথমে তেঘরিয়া ইউনিয়নের আবদুল্লাহপুর স্বদেশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে নিরবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।

জানা যায়, দুপুর ৩টা ১০ মিনিটে তেঘরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব পারভেজ হাসান পাভেল মোল্লার ছোট ভাই আবির মোল্লার অনুসারীরা সাউথ টাউন হাউজিং প্রকল্পে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা কাশবনের ছনকাটতে গেলে মানিকের অনুসারীরা বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে পরবর্তীতে আবির মোল্লা ও পাভেল মোল্লার নেতৃত্বে তাদের আনুমানিক ৬০/৭০ জন অনুসরণকারী দেশীয় অস্ত্র, হাত বোমা নিয়ে তেঘরিয়া ইউনিয়নের বাঘৈরস্থ মানিকের এলাকায় গিয়ে হাত বোমা নিক্ষেপ করলে পুনরায় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।‌ খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম জানান, সাউথ টাউন হাউজিং প্রকল্পের ভেতর প্রাকৃতিকভাবে গড়ে উঠা বিভিন্ন ছন, কাশফুলের গাছ কাটা নিয়ে দুই পক্ষের মারামারি হয়েছে। তবে ঠিক কতজন আহত হয়েছে সেটা জানা নেই। তিনি বলেন, আমরা ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি। তাদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।

উল্লেখ্য যে, সরকার পতনের পর ড্রেজার ব্যবসা, বিভিন্ন হাউজিং প্রকল্পের মাটি ভরাট, আধিপত্য ও প্রভাব বিস্তার করাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা চলছে বলে এলাকা সূত্রে জানা যায়।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৫০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]