শনিবার ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের ব্যাংকে সাইবার আক্রমণের প্রবণতা, কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ | প্রিন্ট

দেশের ব্যাংকে সাইবার আক্রমণের প্রবণতা, কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা

বাংলাদেশের ব্যাংকগুলোতে সাইবার আক্রমণের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। এ পরিস্থিতি মোকাবিলায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সাইবার আক্রমণ রোধে ১৭টি সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পাতবার বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক এস এম তোফায়েল আহমাদ একটি চিঠির মাধ্যমে এ অনুরোধ জানান।

চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে সাইবার সিকিউরিটি ইনটেলিজেন্স (বিসিএসআই) এর নিয়মিত তথ্য নিরাপত্তা পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেছে, দেশের কিছু ব্যাংকে ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করে বেআইনি লেনদেন ঘটছে। ফেসবুক অ্যাড ম্যানেজার ব্যবহার করে এসব লেনদেনের ফলে সাধারণ গ্রাহকরা ক্ষতির শিকার হচ্ছেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের সাইবার অপরাধীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়ে উঠেছে এবং তারা সাধারণ মানুষের উপর প্রভাব ফেলছে। ব্যাংকগুলো প্রতিনিয়ত ম্যালওয়্যার আক্রমণের শিকার হচ্ছে, যা তাদের সাইবার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।

বিশ্বব্যাপী সাইবার আক্রমণের প্রবণতা বৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে ১৭টি পদক্ষেপ গ্রহণের জন্য পরামর্শ দিয়েছে, যেখানে তারা এসব সাইবার হামলা থেকে রক্ষা পেতে পারে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এখনই সতর্কতার সঙ্গে এই পদক্ষেপগুলো কার্যকর করতে হবে, যেন গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

Facebook Comments Box
advertisement

Posted ৩:১১ অপরাহ্ণ | শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]