শুক্রবার ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ১০ জেলে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ | প্রিন্ট

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ১০ জেলে গ্রেফতার

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিরাপদ প্রজনন রক্ষায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১০ জেলেকে গ্রেফতার করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স। এরমধ্যে ৬ জেলেকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৪ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে এসব তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি বলেন, বুধবার (৩০ অক্টোবর) রাত ৮টা থেকে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত জেলা ও উপজেলা টাস্কফোর্স অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ জেলেকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম. জাহিদা হাসান।

তিনি আরো বলেন, অভিযানের সময় জেলেদের হেফাজতে থাকা ২২ হাজার মিটার কারেন্ট জাল ও ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়। জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- মো. নাছির (৩৫), সাইফুল ইসলাম (২৩), সিহাব (২০), কবির হোসেন (৩৮), সাইফুল (২৮) ও রাসেল বেপারী (১৯)। নিয়মিত মামলার আসামিরা হলেন- মো. লিটন (৩০), মনির হোসেন (২৩), মানিক (২৮) ও মো. জামাল (৪০)। এসব জেলের ব‍াড়ি চাঁদপুর সদর ও মতলব উত্তর উপজেলার বিভিন্ন গ্রামে।

চাঁদপুর নৌ থানার ওসি এইচ.এম. ইকবাল বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চাঁদপুরের মেঘনার মোহনা থেকে মতলব উত্তর উপজেলার এখলাছপুর পর্যন্ত জেলা ও উপজেলা টাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪ জেলেকে ইলিশ শিকারের সময় হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি সৈয়দ মোশফিকুর রহমান বলেন, অভিযানের শুরু থেকে আমরা জেলেদের ইলিশ শিকার থেকে বিরত থাকার জন্য তাদের খুব কাছে গিয়ে বুঝিয়েছি। এরপরও আইন অমান্য করে যেসব জেলে নদীতে নেমেছেন, তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় আমরা কাউকে বিন্দুমাত্র ছাড় দেইনি। পদ্মা-মেঘনায় ইলিশের নিরাপদ প্রজননকে আমরা গুরুত্ব দিয়ে দেখছি।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]