আসিফ হাসান কাজল- মাগুরা প্রতিনিধি: | ১৫ আগস্ট ২০১৭ | ৪:৩৯ অপরাহ্ণ
আজ মাগুরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪২ তম শাহাদত বার্ষিকীতে মাগুরা জেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠন এর উপস্থিতে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
এরপর জেলা আওয়ামী লীগ এর ব্যানারে শোক র্যালী জেলা শহর প্রদক্ষিণ করে। পরে মাগুরা জেলা আওয়ামীলীগ এর কার্যালয়ে জাতির পিতার স্বরনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়।
শোক সভায় স্বাধীন বাংলাদেশ এর স্থপতি শেখ মুজিবুর রহমান এর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও তার অবদান তুলে ধরা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন মাগুরা -যশোর (১০) সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সাংসদ কামরুল লাইলা জলি,জেলা আওয়ামীলীগ সভাপতি তানজেল হোসেন খান,সাধারন সম্পাদক বাবু পঙ্কজ কুমার কুন্ডু,সদর উপজেলা চ্যেয়ারমান রুস্তম আলী উপস্থিত ছিলেন।
এছাড়াও ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে যুব ও ক্রীয়া প্রতিমন্ত্রী ড.শ্রী বীরেন শিকদার উপস্থিতিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।