অগ্রবাণী ডেস্ক | ০৬ এপ্রিল ২০১৭ | ৭:৫৮ অপরাহ্ণ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় তথ্য সংগ্রহকালে পরিসংখ্যান বিভাগের খণ্ডকালীন কর্মীকে হাবিবুর রহমান নামে এক যুবক ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সিংরইল ইউনিয়নের পাছ সিংরইল গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলা পরিসংখ্যান অফিসার শেখ সালাউদ্দিন আহম্মেদ জানান, বৃহস্পতিবার সকালে ওই কর্মী সিংরইল গ্রামের আবদুল হেকিমের বাড়িতে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে যান। এসময় আবদুল হেকিমের ছেলে হাবিবুর রহমান ওই কর্মীকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে তার চিৎকারে পাশের বাড়ির লোকজন এগিয়ে এলে হাবিবুর রহমান দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ওই কর্মী বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি এজাহার দায়ে করেছেন।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মো. আতাউর রহমান জানান, ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হাবিবুর রহমান পলাতক রয়েছে।
-এলএস