আজকের অগ্রবাণী ডেস্ক: | ০৬ এপ্রিল ২০১৭ | ৯:৩৫ অপরাহ্ণ
মাশরাফির বিদায়ী ম্যাচ! বাংলাদেশের সফল অধিনায়কের অবসরের ম্যাচে পুরো টাইগার টিম জয় ছাড়া কিছু ভাবছে না। যে কোনো মূল্যে মাশরাফিকে জয় উপহার দিতে চায় দল।
আর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে লঙ্কানদের ১৭৭ রানের লক্ষ্য দিয়েছে সফরকারী বাংলাদেশ। সৌম্য-ইমরুল-সাকিবের ব্যাটে ভর করে স্বাগতিক শ্রীলঙ্কার সামনে ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৭৭ রানের টার্গেট দাঁড় করিয়েছে বাংলাদেশ।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মাশরাফি মুর্তজা। ওপেনার তামিম ইকবালের ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সুযোগ পেয়ে দারুণ সূচনা এনে দিয়েছিলেন ইমরুল কায়েস ও সৌম্য সরকারের উদ্বোধনী জুটি। ৭১ রানের অবিচ্ছিন্ন জুটিতে। ৩৬ রান করেন ইমরুল আর সৌম্য করেন ৩৪।
৭১ রানে সৌম্যকে ফিরিয়ে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে ফাটল ধরান শ্রীলঙ্কার আসেলা গুনারত্নে। তারপর রান আউটের বলি হয়ে ফেরেন ইমরুল কায়েসও। তবে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের আউটের পরও ঝড়ো ব্যাটিং চালিয়ে যান সাব্বির-সাকিব জুটি। সাব্বির আউট হন ৩৮ রানে। আর সাব্বির ১৯ রানে।
সাব্বির-সাকিব ফিরে গেলেও মোসাদ্দেক ও মুশফিকের শেষ দিকের ঝড়ো ব্যাটিংয়ে ১৭৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়।
হ্যাটট্রিক!
অন্যদিকে একই ম্যাচে ১৯তম ওভারে অসাধারণ এক হ্যাটট্রিক করেছেন লাসিথ মালিঙ্গা। ওয়ানডেতে তিনটি হ্যাটট্রিক করা লাসিথ মালিঙ্গা টি-টোয়েন্টিতে করলেন প্রথম হ্যাটট্রিক। মুশফিক, মাশরাফি ও মিরাজকে ফেরান এ লঙ্কান বোলার।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |