নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে হানাদার ইসরায়েলি বাহিনীর হামলায় আরো অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই প্রাণ হারিয়েছেন বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতাল চলা ইসরায়েলি আগ্রাসনে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইসরায়েলের সামরিক বাহিনী ফিলিস্তিনের বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালে হামলা চালায়। ইসরায়েলের অভিযোগ উপত্যকার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে এই অভিযান। সেখানে বহু যোদ্ধা লুকিয়ে আছে বলেও দাবি দখলদার বাহিনীর। যদিও দাবির সাপেক্ষে কোনো তথ্যপ্রমাণ দিতে পারেনি তারা।
এদিকে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা এবং হামাস ইসরায়েল বাহিনীর ওই অভিযোগ অস্বীকার করেছে। কামাল আদওয়ানের নার্সিং পরিচালক কইদ সাব্বাহ বেইত লাহিয়া থেকে রয়টার্সকে বলেছেন, হাসপাতালের তৃতীয় তলায় ইসরায়েলি হামলার পরে বেশকিছু কর্মী দগ্ধ হয়েছেন।
ইসরায়েল বাহিনী গত জানুয়ারি মাসে বলেছিল, তারা উত্তর গাজায় হামাসের কমান্ড কাঠামো ভেঙে দিয়েছে। তবে এখন সেই উত্তর গাজাতেই সামরিক হামলার মূল কেন্দ্রবিন্দু করেছে তারা। এই মাসের শুরুর দিকে দখলদার বাহিনী জাবালিয়া, বেইত হানুন এবং বেইত লাহিয়াতে ট্যাংক পাঠিয়ে নৃশংসতা চালিয়েছে।
ইসরায়েল বলেছে যে, তারা এসব অভিযান চালিয়ে প্রায় ১০০ সন্দেহভাজন হামাস যোদ্ধাকে আটক করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সব আন্তর্জাতিক সংস্থাকে হাসপাতাল এবং চিকিৎসা কর্মীদের ইসরায়েলি দখলদারিত্বের বর্বরতা থেকে রক্ষা করার জন্য আহ্বান জানিয়েছে। তবে ইসরায়েল বলেছে, তাদের বাহিনী হাসপাতাল এলাকায় যোদ্ধাদের উপস্থিতি এবং আশেপাশে যোদ্ধাদের অবকাঠামো সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করছে।
বৃহস্পতিবারের হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, অপারেশন চলাকালীন তারা জানতে পেরেছে, বেশ কিছু হামাস যোদ্ধা হাসপাতালে লুকিয়ে ছিল।
এদিকে চিকিৎসা দাতব্য সংস্থা এমএসএফ বৃহস্পতিবার বলেছে, হাসপাতালের একজন চিকিৎসক মোহাম্মদ ওবেদকে গত শনিবার ইসরায়েলি বাহিনী আটক করেছে। বিষয়টি চিকিৎসা কর্মীদের মনে আতঙ্ক তৈরি করেছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে আক্রমণ করে হামাস। এতে প্রায় এক হাজার ২০০ জন নিহত হন। এছাড়া দুই শতাধিক নাগরিককে জিম্মি করে গাজায় নেয়া হয়। প্রতিশোধ নিতে সেদিন থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এক বছরের বেশি সময় ধরে চলা আগ্রাসনে এখন পর্যন্ত ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন লক্ষাধিক মানুষ। হতাহত এসব ফিলিস্তিনিদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
Posted ২:৩৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪
ajkerograbani.com | Salah Uddin