শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনে একযোগে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২ | প্রিন্ট

ইউক্রেনে একযোগে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির প্রধান প্রধান শহরে আবারও একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে জ্বালানি, বিদ্যুৎসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় কিয়েভজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সংকট।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, কয়েকদিনের বিরতির পর সোমবার (৩১ অক্টোবর) আবারও ইউক্রেনের রাজধানীসহ দেশটির প্রধান শহরগুলোতে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এদিনও হামলার প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয় দেশটির জ্বালানি, বিদ্যুৎসহ গুরুত্বপূর্ণ সব স্থাপনা।

এতে অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বেশ কয়েকজনের আহত হওয়ার খবরও জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। যদিও কিয়েভের দাবি, রাশিয়ার ছোড়া ৫৫টির মতো ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইউক্রেনীয় সেনারা।

কিয়েভ ছাড়াও এদিন হামলা চালানো হয় উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া এমনকি পশ্চিমাঞ্চলীয় লাভিভেও। কৃষ্ণ সাগরে রাশিয়ার যুদ্ধজাহাজে ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলার জবাবেই সোমবারের ওই হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এদিকে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানী কিয়েভজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। স্থানীয় প্রশাসন জানায়, রাজধানীর প্রায় ৮০ শতাংশ এলাকা পানিশূন্য হয়ে পড়েছে। এতে বিভিন্ন স্থানে পানি সংগ্রহের জন্য সাধারণ মানুষের লম্বা লাইন দেখা গেছে।

এর মধ্যেই ব্রিটেন বলছে, ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে রাশিয়াকে চরম পরিণতি ভোগ করতে হবে। সোমবার ব্রিটিশ পার্লামেন্টে দেয়া এক বক্তব্যে এ হুঁশিয়ারি দেন দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৩৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(219 বার পঠিত)
(198 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]