সোমবার ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

চল্লিশোর্ধ্ব নারী সহকারী চেয়ে বিজ্ঞাপন, স্পেনে দোকানিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

চল্লিশোর্ধ্ব নারী সহকারী চেয়ে বিজ্ঞাপন, স্পেনে দোকানিকে জরিমানা
স্পেনের বার্সেলোনায় চাকরির বিজ্ঞাপনে বৈষম্য করার অভিযোগে একজন দোকানদারকে সাড়ে সাত হাজার ইউরো জরিমানা করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার দোকানে একজন সহকারীর জন্য বিজ্ঞাপন দিয়ে লিখেছেন, আবেদনকারীকে ‘৪০ বছরের বেশি একজন নারী’ হতে হবে।

জ্যাভিয়ের মার্কোস শহরের ফোর্ট পিয়েংক এলাকায় পর্দা তৈরির ব্যবসা করেন। তিনি জানান, তার একমাত্র নারী কর্মচারী অবসর নিতে যাওয়ায় একই ধরনের নতুন কাউকে খুঁজছেন তিনি।

মার্কোস তার গ্রাহকদের অধিকাংশই নারী জানিয়ে বলেন, ‘কারো প্রতি বৈষম্য করার কোনো ইচ্ছা আমার নেই। প্রকৃতপক্ষে, আমি এমন একদল লোককে সুযোগ দিতে চেয়েছিলাম যাদের জন্য কাজ খুঁজে পাওয়া কঠিন।’ শ্রম পরিদর্শক জরিমানা করা হতে পারে বলে সতর্ক করার পর মার্কোস ওয়েবসাইট থেকে বিজ্ঞাপনটি প্রত্যাহার করে নিয়েছেন বলেও জানান।

পরিদর্শকরা জানিয়েছেন, বিজ্ঞাপনে লিঙ্গ এবং বয়স উভয়ের ভিত্তিতে বৈষম্য করা হয়েছে। তারা বলেছেন, লিঙ্গের ভিত্তিতে বৈষম্য করা তখনই অনুমোদিত ছিল যখন কাজের প্রকৃতি এটি দাবি করে, যেমন ব্যায়ামাগারে নারীদের কাপড় বদলানোর জায়গায় নারী কর্মী প্রয়োজন।

মার্কোস জানান, তিনি আশা করেছিলেন আবেদনকারীরা তার দরজায় ভিড় করবেন। কিন্তু এর পরিবর্তে তাকে জরিমানা দিতে হচ্ছে। এটি তার ছোট ব্যবসার জন্য অনেক বড় অঙ্কের অর্থ। তবে তার জন্য একমাত্র সান্ত্বনা হলো, ৩০ দিনের মধ্যে জরিমানা পরিশোধ করলে তা সাড়ে চার হাজার ইউরো কমিয়ে দেওয়া হবে।

জরিমানা পরিশোধের কথা স্বীকার করার সময় মার্কোস অভিযোগ করে বলেন, আরো বেশি নারীকে অগ্নিনির্বাপন কর্মী হতে উৎসাহিত করে কাতালান সরকার একটি প্রচারণা চালাচ্ছে। বর্তমানে অগ্নিনির্বাপকদের মাত্র ২ শতাংশ নারী। এ ছাড়াও এই নিয়োগের ক্ষেত্রে সরকার নারীদের জন্য স্লোগানসহ একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ‘আমরা একটি দল তৈরি করছি’ এবং ‘নারী দল’। মার্কোস প্রশ্ন রেখেছেন যে সরকারের বিজ্ঞাপন আর তার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য কী।

প্রসঙ্গত, কয়েক বছর আগে বার্সেলোনার একটিবার যখন ৫০ বছরের বেশি ওয়েটারদের জন্য বিজ্ঞাপন দিয়েছিল তখন কোনো জরিমানা করা হয়নি। প্রতিষ্ঠানটির মালিক কিম ডিয়াজ সেই সময়ে বলেছিলেন, ‘আমি ৫০ বছরের বেশি বয়সী ওয়েটার খুঁজছিলাম, কারণ আমি জানতাম যে তারা দুর্দান্ত হবে এবং সমাজ অন্যায়ভাবে তাদের চাকরির বাজার থেকে বের করে দিয়েছে।’

সূত্র : দ্য গার্ডিয়ান

Facebook Comments Box
advertisement

Posted ১:৪০ পূর্বাহ্ণ | শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(238 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]