সোমবার ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

৬১টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি ইউক্রেনের

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

৬১টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি ইউক্রেনের
রাশিয়া শুক্রবার ইউক্রেনে ৭১টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং এর মধ্যে ৬১টি গুলি করে ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনের বিমানবাহিনী এ তথ্য জানিয়েছে।

বিমানবাহিনীর টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছে, ‘সকাল সাড়ে ১১টা পর্যন্ত শত্রুরা ৭১টি এক্স-১০১, এক্স-৫৫৫ এবং কালিব্র ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল। বিমান প্রতিরক্ষা বাহিনী, বিমানবাহিনী এবং ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর অন্য অংশরা ৬১টি শত্রু ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।’

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল এর আগে বলেছিলেন, রাশিয়া ইউক্রেনে ৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তাদের বেশির ভাগই গুলি করে ধ্বংস করা হয়েছে।

টেলিগ্রামে শ্যামিহাল লিখেছেন, ‘রাশিয়া ব্যর্থতা মেনে নিতে পারে না এবং তাই ইউক্রেনীয়দের আতঙ্কিত করে চলেছে। ইউক্রেনীয় জ্বালানি ব্যবস্থাকে ধ্বংস করার এবং ইউক্রেনীয়দের আলো, তাপ এবং পানি থেকে বঞ্চিত করতে শুক্রবার তারা আরেকটি চেষ্টা চালিয়েছে।’

বিমানবাহিনী বলেছে, রাশিয়া আটটি টিইউ-৯৫এমএস কৌশলগত বোমারু বিমান ব্যবহার করেছে। এ ছাড়াও তারা কাস্পিয়ান সাগর এবং রাশিয়ার ভলগোডনস্ক শহর থেকে এক্স-১০১ এবং এক্স-৫৫৫ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রাশিয়ান বাহিনী কৃষ্ণ সাগরে জাহাজ থেকে কালিব্র সমুদ্রচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করেছে বলেও তারা জানিয়েছে।

সূত্র : রয়টার্স

Facebook Comments Box
advertisement

Posted ১:২৭ পূর্বাহ্ণ | শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(238 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]