সোমবার ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডজুড়ে জরুরি অবস্থা জারি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

নিউজিল্যান্ডজুড়ে জরুরি অবস্থা জারি

ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের আঘাতে বিধ্বস্ত গোটা নিউজিল্যান্ড। এ অবস্থায় দেশটি জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ইতিহাসে তৃতীয়বারের মতো দেশজুড়ে জরুরি অবস্থা জারি হলো দেশটিতে। খবর: বিবিসি’র।

নিউজিল্যান্ডের জরুরি ব্যবস্থাপনামন্ত্রী কিয়েরান ম্যাকআনাল্টি জরুরি অবস্থা জারির প্রজ্ঞাপনে সাক্ষর করেছেন। তিনি একে ‘নজিরবিহীন আবহাওয়া পরিস্থিতি’ হিসেবে আখ্যায়িত করেছেন। আজ মঙ্গলবার সকাল থেকে এটি কার্যকর হওয়ার কথা।

ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলোতে মঙ্গলবার সকাল নাগাদ অন্তত ৩৮ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

সবচেয়ে বড় শহর অকল্যান্ডের ৫০টি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে কারণ সেখানে একটি ৯০ ফুট উচ্চতার টাওয়ার ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্ত্রী কিয়েরান ম্যাকআনাল্টি বলেছেন, জরুরি অবস্থার আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রমে কেন্দ্র সরকার থেকে বিশেষ সহায়তা করা হবে। যারা আক্রান্ত হয়েছেন তাদের জন্য জরুরি জিনিসপত্র সরবরাহও করবে সরকার।

অন্যদিকে দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স সাড়ে ১১ মিলিয়ন নিউজিল্যান্ড ডলারের সহায়তা তহবিল ঘোষণা করেছেন।

এর কিছুদিন আগে আকস্মিক বন্যার কারণে নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে চারজনের প্রাণহানি ঘটে। সেখানে এখনো পুনরুদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৪১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(238 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]