শনিবার ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রমজানের প্রথমদিনেই হত্যাকাণ্ডের সূচনা ইসরায়েলর

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ | প্রিন্ট

রমজানের প্রথমদিনেই হত্যাকাণ্ডের সূচনা ইসরায়েলর

আবার অধিকৃত পশ্চিম তীরে বৃহস্পতিবার অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এক ফিলিস্তিনি ব্যক্তি নিহত হয়েছেন। ফিলিস্তিনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

পবিত্র রমজান মাসের প্রথম দিনেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন এক ফিলিস্তিনি। নিহত যুবকের নাম আমির ঈমাদ আবু খাদিজ (২৫)।

মিশরে এক বৈঠকে চলমান উত্তেজনা ও সহিংসতা কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয়ে দুই পক্ষের সম্মত হওয়ার পাচঁদিনের মাথায় বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী এ হামলা চালায়।

ওই বৈকঠকে পবিত্র রমজান মাসের আগেই সহিংসতা কমাতে পদক্ষেপ নেবেন বলা হলেও বাস্তবে দেখা যায় এর বিপরীত চিত্র। রমজানের প্রথমদিনেই হত্যাকাণ্ডের সূচনা করে ইহুদিবাদী দেশ ইসরায়েল।

ফিলিস্তিনি সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে দখলদার বাহিনীর একটি দল তুলকার্ম শহরে প্রবেশ করে। এ সময় তারা শহরের প্রধান ফটক বন্ধ করে দেয়। বন্ধ করে দেয় যানচলাচল ও অধিবাসীদের বহিরাগমন। পরে তারা আবু খাদিজ এর বাড়ি ঘেরাও করে। তাকে লক্ষ্য করে অনেকগুলো গুলি ছোড়ে। এতে তিনি নিহত হন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আবু খাদিজাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শরীরে অনেকগুলো গুলির চিহ্ন পাওয়া যায়। একটি গুলি মাথা ভেদ করে বেরিয়ে যায়। যাতে মগজ বেরিয়ে এসেছে।

ইসরাইলের গণমাধ্যমে বলা হয়, অস্ত্রসজ্জিত এক যুবককে হত্যা করেছে দেশটির সেনা বাহিনী। এ সময় তারা বাড়ি ঘেরাও করে আরো দু’জনকে তুলে এনেছে বলে জানা গেছে।

পশ্চিম তীরের সরকারি সংগঠন ফাতাহ ও তুলকার্ম ন্যাশনাল অ্যাকশন ফ্যাক্টস শহীদ পরিবারের প্রতি শোক জানিয়ে বাণিজ্যিক ধর্মঘটের ঘোষণা দিয়েছে।

আবু খাদিজ নিহত হওয়ার মধ্য দিয়ে এ বছর নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৯০ জনে পৌঁছেছে। এর মধ্যে ১৭ জন শিশু ও একজন নারী রয়েছে।

বৃহস্পতিবার ফিলিস্তিন ভূখণ্ডে রমজানের প্রথম দিন ছিল। এর আগের বছরগুলোতে রমজানের সময় ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায়। তবে সেটি ছিল আল-আকসা মসজিদের প্রাঙ্গণে।

সূত্র: আলজাজিরা

Facebook Comments Box
advertisement

Posted ৩:০০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(222 বার পঠিত)
(201 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]