সোমবার ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কিয়েভের আকাশে রহস্যময় তীব্র আলোর ঝলকানি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

কিয়েভের আকাশে রহস্যময় তীব্র আলোর ঝলকানি

ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার রাত দশটার দিকে এক চোখ ধাঁধানো আলোর ঝলকানিতে পুরো আকাশ উজ্জ্বল হয়ে পড়েছিল। প্রাথমিক আতঙ্ক কাটার পর রহস্যময় তীব্র এই ঝলকানির সূত্র নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। দু-তিনটি সম্ভাব্য কারণের কথাও জানিয়েছে সরকারি কর্তৃপক্ষ।

সর্বশেষ ব্যাখ্যা এসেছে ইউক্রেনের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান থেকে। তারা বলছে এই আলোর সূত্র সম্ভবত কোনো উল্কাপিণ্ড। বায়ুমণ্ডলে প্রবেশের সময় সেটি থেকে আলো বিচ্ছুরিত হয়েছে। তবে তারা এখনও সুনির্দিষ্ট প্রমাণ হাজির করতে পারেনি। খবর বিবিসির

নগরের বাসিন্দারা প্রথমে ধরেই নিয়েছিল যে কিয়েভে আরেকটি রুশ বিমান বা ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। বিমান সতর্কীকরণ সাইরেনও বেজে ওঠে, কিন্তু ইউক্রেনের বিমান বাহিনী রুশ হামলার সম্ভাবনা নাকচ করে দেয়।

পরে ইউক্রেনের সরকারি কর্তৃপক্ষ ধারণা করে যে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার বাতিল করা একটি কৃত্রিম উপগ্রহ বায়ুমণ্ডলে প্রবেশ করেছে এবং আলোর ঝলকানির সূত্রপাত সেখান থেকেই।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পোপকো সামাজিক মাধ্যম টেলিগ্রামে বলেন, নাসার একটি কৃত্রিম উপগ্রহ হয়তো ভূপৃষ্ঠের দিকে নেমে আসছে। তিনি বলেন নাসা থেকে আগেই জানানো হয়েছিল ৩০০ কিলোগ্রাম ওজনের অকেজো একটি কৃত্রিম উপগ্রহ বুধবার রাতে বায়ুমণ্ডলে ঢুকতে করতে পারে।

কিন্তু নাসার একজন মুখপাত্র রব মারগেটা বিবিসিকে জানান যখন কিয়েভের আকাশে ঐ আলোর ঝলকানি দেখা যায় সেসময় তাদের ঐ উপগ্রহটি কক্ষপথেই ছিল।

স্যাটপ্লেয়ার নামে যে ওয়েবসাইটটি কৃত্রিম ভূ-উপগ্রহগুলোর ওপর সর্বক্ষণ নজর রাখে তারা জানায়, বুধবার রাত দশটার সময় মার্কিন ঐ উপগ্রহটি ইউক্রেনের ধারে-পাশে ছিলনা।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(237 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]