সোমবার ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতীয় সেনাবাহিনীর গাড়িতে হামলা, নিহত ৫

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

ভারতীয় সেনাবাহিনীর গাড়িতে হামলা, নিহত ৫

জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় সন্ত্রাসী হামলায় ভারতের পাঁচ সেনা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, হতাহতরা সবাই ভারতের রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের সদস্য এবং তারা সন্ত্রাসবিরোধী অভিযানে নিয়োজিত ছিলেন।

ভারতীয় সেনাবাহিনী বলেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সেনাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায় এবং পরে সম্ভবত গ্রেনেড হামলার কারণে গাড়িতে আগুন ধরে যায়।

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা এখনো পলাতক এবং তারা পাকিস্তানের নাগরিক। তাদের ধরতে এলাকাজুড়ে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।

তদন্তে যোগ দিচ্ছে ভারতের জাতীয় তদন্ত সংস্থাও (এনআইএ)। তাদের একটি বিশেষ দল এরই মধ্যে কাশ্মীরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতের রাজনৈতিক দলগুলোও এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

দীর্ঘ ১২ বছর পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে যাওয়ার ঘোষণার দিনই ভারতীয় সেনাদের ওপর এ হামলার ঘটনা ঘটলো। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ওই সফরে যাবেন বিলাওয়াল ভুট্টো জারদারি। আগামী চার ও পাঁচ মে ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে সেই বৈঠক।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(237 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]