রবিবার ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যে কারণে চুমুর প্রতিযোগিতা বন্ধ করে গিনেস রেকর্ড

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৮ জুলাই ২০২৩ | প্রিন্ট

যে কারণে চুমুর প্রতিযোগিতা বন্ধ করে গিনেস রেকর্ড

পৃথিবীতে অদ্ভুত সব বিষয়ের জন্য সৃষ্টি হয় বিশ্ব রেকর্ড। তেমনই একটি বিষয় ছিল ‘দীর্ঘকালীন চুমু’ বা ‘লংগেস্ট কিস’। একসময় এই প্রতিযোগিতার বিজয়ীদের নাম উঠতো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। তবে এটি শেষ বার হয়েছিল ২০১৩ সালে। এরপর থেকে গিনেস কর্তৃপক্ষ ‘লংগেস্ট কিস’র রেকর্ড গড়ার প্রতিযোগিতা বন্ধ করে দেয়।

জানা গিয়েছে, ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছিল এই প্রতিযোগিতা। এর পাশাপাশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের বর্তমান আপডেট হওয়া পলিসির সঙ্গেও প্রতিযোগিতার নিয়মনীতি আর খাপ খাচ্ছিল না, তৈরি হচ্ছিল দ্বন্দ্ব। সেই কারণেই দীর্ঘক্ষণ ধরে চুম্বনের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়ার প্রতিযোগিতা প্রায় ১০ বছর আগেই বন্ধ করে দেয় গিনেস কর্তৃপক্ষ।

দীর্ঘতম চুম্বনের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নিয়মগুলো ঃ

একটানা চুম্বনরত অবস্থায় থাকতে হতো দুই প্রতিযোগীকে। শুধু তাই নয়। একে অন্যের সঙ্গে সর্বক্ষণ ঠোঁট ছুঁইয়ে রাখতে হতো। যদি একবারও ঠোঁটের স্পর্শ ছেড়ে যাওয়ার উপক্রম হতো তাহলেই প্রতিযোগিতা থেকে বাতিল হয়ে যেতেন যুগল। প্রতিযোগিতা চলাকালীন প্রতিযোগীরা স্ট্র-এর মাধ্যমে তরল কিছু পান করার অনুমতি পেতেন। কিন্তু সেই সময়েও একে অন্যের ঠোঁটের সংস্পর্শ বজায় রাখতে হতো।

দীর্ঘক্ষণ চুম্বনরত অবস্থায় যুগলকে অবশ্যই জেগে থাকতে হতো, ঘুমিয়ে পড়লে চলত না। প্রতিযোগিতার মধ্যে চুম্বনরত অবস্থায় দাঁড়িয়ে থাকতে হতো যুগলকে। কোনও ভাবেই কোনও রকম সাহায্যকারী জিনিস ব্যবহারের অনুমতি ছিল না।

 

Facebook Comments Box
advertisement

Posted ১:০৯ অপরাহ্ণ | শনিবার, ০৮ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(232 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]