সোমবার ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুনর্নির্বাচনেও সহিংসতা, ৭০০ কেন্দ্রে ভোট গ্রহণ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১০ জুলাই ২০২৩ | প্রিন্ট

পুনর্নির্বাচনেও সহিংসতা, ৭০০ কেন্দ্রে ভোট গ্রহণ

চরম সহিংসতা, ব্যালট বাক্স ছিনতাই ও অন্তত ১৮ জনের প্রাণহানির কারণে বাতিল করা প্রায় ৭০০ কেন্দ্রে ফের নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গে। রাজ্যের পঞ্চায়েতের এই ভোটে আজ সোমবার পুনর্নির্বাচনেও সহিংসতা হয়েছে। তবে আজ কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

রাজ্য নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, সোমবার ১৯ জেলার ৬৯৭ বুথে পুনর্নির্বাচন হয়। সকাল ৭টা থেকে শুরু হয়ে ভোট চলে বিকেল ৫টা পর্যন্ত। এবারও ভোট হয় ব্যালট পেপারে।

রাজ্যের মধ্যে মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বেশি ১৭৫ কেন্দ্রে ভোট হয়। বিশৃঙ্খলা এড়াতে প্রতিটি কেন্দ্রেই মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও রাজ্য পুলিশের সদস্যদের।

এর আগে গত ৮ জুলাই রাজ্যের ২২টির মধ্যে ২০ জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত (গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ) ভোট হয়। বাকি দুই জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে দ্বিস্তরীয় পঞ্চায়েত (গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি) ভোট হয়।

ওই দিন রাজ্যের বিভিন্ন জেলায় রাজনৈতিক সংঘর্ষ, ব্যালট লুট, মারধর, জাল ভোট, গোলাগুলি ও খুনের ঘটনা ঘটে। প্রাণ যায় ১৮ জনের। এর আগে গত ৯ জুন থেকে মনোনয়নপত্র জমা ও প্রচারের সময় সহিংসতায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে।

লাগামহীন নির্বাচনী সহিংসতার জেরে পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি, কংগ্রেস ও সিপিএমের নেতারা অবিলম্বে এবারের পঞ্চায়েত নির্বাচন বাতিল ও পুনর্নির্বাচনের দাবি তুলেছেন। এ ছাড়া সহিংসতা এড়াতে ও রাজ্যের মানুষের জানমাল রক্ষায় অবিলম্বে কেন্দ্রের শাসন জারির দাবি তুলেছেন তাঁরা।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৬ অপরাহ্ণ | সোমবার, ১০ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(232 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]