বুধবার ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

জেলেই কি শেষ ইমরান খানের রাজনৈতিক ভবিষ্যৎ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৭ আগস্ট ২০২৩ | প্রিন্ট

জেলেই কি শেষ ইমরান খানের রাজনৈতিক ভবিষ্যৎ

ক্ষমতাচ্যুত হওয়ার পর কয়েক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার হলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান। কিন্তু এবারের প্রেক্ষাপট পুরোপুরি আলাদা। তোশাখানা দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে ৩ বছরের জন্য কারাগারে তিনি। এতে করে আগামী নির্বাচনে অংশগ্রহণ এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। শঙ্কা দেখা দিয়েছে জনমনে। ইমরান খানের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে! কি অপেক্ষা করছে ইমরান খানের জন্য?

চলতি বছরের ৯ মে এবং ৫ আগস্ট গ্রেপ্তার হন তিনি। খুব বেশি সময়ের ব্যবধানে গ্রেপ্তার না হলেও প্রথমবার গ্রেপ্তারের দৃশ্য ও প্রেক্ষাপট এবারের থেকে খুবই আলাদা। গতবার গ্রেপ্তার হলেও তার সমর্থকরা ব্যাপক প্রতিক্রিয়া দেখায়। তারা পাকিস্তানে বিক্ষোভ করে, জ্বালাও-পোড়াও করে অশান্ত হয়ে উঠে। এমনকি সেনাবাহিনীর অবকাঠামোতে আগুন দেয়। কিন্তু এবারের গ্রেপ্তারের পর খুব স্বাভাবিক চিত্র দেখা গেছে। কোথাও জোরালো আন্দোলন বা বিক্ষোভ দেখা যায়নি।

বর্তমানে ইমরান খানকে পাঞ্জাবের অ্যাটক কারাগারে রাখা হয়েছে। ইমরান পাকিস্তানের প্রথম সাবেক কোনো প্রধানমন্ত্রী, যাকে এই ‘কুখ্যাত’ কারাগারে রাখা হলো। তাকে তোশাখানা মামলায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ‘দুর্নীতিচর্চার’ অভিযোগ প্রমাণিত হয়েছে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন। আদালত একই সঙ্গে ইমরান খানকে এক লাখ রুপি জরিমানা করেছেন। বিচারক বলেছেন, ইমরান খান নির্বাচন কমিশনে ইচ্ছাকৃতভাবে ভুয়া কাগজপত্র জমা দিয়েছেন। দুর্নীতিচর্চায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।

পাকিস্তান নির্বাচন কমিশনের করা এ মামলায় ইমরানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী থাকাকালে পাওয়া উপহার রাষ্ট্রীয় তোশাখানায় জমা না দিয়ে বিক্রির অভিযোগ আনা হয়েছে।

এছাড়া পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীকে সক্রিয় রাজনীতিতে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। যা নিয়ে জনমনে শঙ্কা দেখা দিয়েছে আগামী নির্বাচনে কি ঘটতে যাচ্ছে ইমরানের ভাগ্যে? নির্বাচনের আগে এমন প্রেক্ষাপট জন্ম দিচ্ছে নানা প্রশ্নের।

গ্রেপ্তারের আগে ইমরান খান শান্তিপূর্ণ সমাবেশের ডাক দেন। কিন্তু এর প্রেক্ষিতে কোন জোরালো প্রতিফলন দেখা যায়নি।

অবশ্য গ্রেপ্তারের আগে সমর্থকদের ঘরে চুপচাপ বসে না থেকে এই সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ সমাবেশের ডাক দেন ইমরান খান। কিন্তু এই ডাকের প্রতিফলন দেখা যায়নি রাজপথে। প্রশ্ন উঠছে- কেন এমনটা হলো? তাহলে কি ইমরান খানের জনপ্রিয়তা কমে গেল? নাকি পূর্বের সহিংসতার কারণে পাকিস্তানের জনগণ ইমরান খান বা তার দল পিটিআইকে আর সমর্থন করতে চাইছেন না।

Facebook Comments Box
advertisement

Posted ২:৫১ অপরাহ্ণ | সোমবার, ০৭ আগস্ট ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(239 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]