মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

হাওয়াইয়ে দাবানলে নিঃস্ব সবাই, আশ্রয় তাঁবুতে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৩ আগস্ট ২০২৩ | প্রিন্ট

হাওয়াইয়ে দাবানলে নিঃস্ব সবাই, আশ্রয় তাঁবুতে

সময়ের ব্যবধান মাত্র পাঁচ বছর। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপ রাজ্যের বাসিন্দা মার্ক স্টেফল ও তাঁর স্ত্রী মিশেলের বাড়ি পুড়ে ছাই হয় দাবানলে। ওই দুর্যোগের মুহূর্তে আসে আরও এক দুর্যোগ। সেটি ছিল হারিকেন লেন। তীব্র বাতাসে আগুন দ্রুতবেগে ছড়িয়ে তখন পশ্চিম মাউইর লাহাইনায় তাদের সবকিছু ছাই করে দিয়ে যায়।

এরপর আবারও সেখানে গড়ে তোলেন দোতলা বাড়ি। কিন্তু গত এক সপ্তাহে ছাড়িয়ে পড়া দাবানলে তাদের সেই বাড়ি আবারও জ্বলেপুড়ে ছাই। এই দম্পতি এখন আশ্রয় নিয়েছেন একটি আশ্রয়কেন্দ্রে।

মার্ক স্টেফল বলেন, ‘আমাদের আশপাশের সবাই সবকিছু হারিয়েছে। ২৫০ মিটার দূরের আগুন আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছাতে লেগেছে মাত্র তিন মিনিট।’ স্টেফল বলেন, ‘বেঁচে আছি, এটাই কৃতজ্ঞতা।’

এদিকে এরই মধ্যে শত শত বাস্তুচ্যুত মাউই এলাকার বাসিন্দা ওয়ার মেমোরিয়াল জিমনেশিয়ামে আশ্রয় নিয়েছেন। জিমনেশিয়ামের সামনে তাঁবু গাড়া হয়েছে, সেখানেই অল্প কিছু জরুরি মালপত্রসহ ঘরবাড়িহারা মানুষজন অবস্থান নিয়েছেন। এলাকাটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০–তে। উদ্ধার করা হয়েছে দেড় হাজারের বেশি মানুষকে।

শনিবার পর্যন্ত গোটা এলাকা পুড়ে ছাই করে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে দাবানলের ভয়াবহতা। অব্যাহতভাবে কাজ করে যাচ্ছেন দমকলকর্মীরা। উদ্ধারকারীরা বলছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হাওয়াইয়ের লেফটেন্যান্ট গভর্নমেন্ট সিলভিয়া লুক মাউইতে জ্বলতে থাকা দাবানলকে আশ্চর্যজনক বলে অভিহিত করেছেন। বিমান ও হেলিকপ্টার থেকে পানি ফেলে জ্বলতে থাকা তিন এলাকায়ই অভিযান চালানো হচ্ছে। খবর সিএনএনের।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৫ অপরাহ্ণ | রবিবার, ১৩ আগস্ট ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(239 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]