বুধবার ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্প আত্মসমর্পণ করেছেন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে জর্জিয়ার ফুলটন কারাগারে আত্মসমর্পণ করেন তিনি। ৫টা ৫৮ মিনিটে কারাগার থেকে নিউজার্সিতে ফিরে যাওয়ার জন্য বিমানবন্দরে উদ্দেশে রওনা দেন। খবর- বিবিসি

২০২০ সালের নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে হেরে যাওয়ায় ভোটের ফল পাল্টানোর চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় তিনি আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের পরে জামিনে মুক্তি পান। তার জামিনে মুচলেকার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ডলার।কারাগারে সাবেক রাষ্ট্রপতির আঙুলের ছাপ এবং মুখমণ্ডলের ছবি (মাগশট) নেওয়া হয়েছে। আদালতে আবেদন করতে পরবর্তী তারিখে তিনি আবার আসবেন।

বিবিসির প্রতিবেদনে একটি বুক শিটের ছবি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, এই বুক শিট সাবেক রাষ্ট্রপতির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।

বুক শিটে ট্রাম্পের ঠিকানা দেওয়া হয়েছে পাম বিচ, ফ্লোরিডা। তার উচ্চতা ৬ ফিট ৩ ইঞ্চি এবং ওজন সাড়ে ৯৭ কেজি উল্লেখ করা হয়েছে।

১৪ আগস্ট জর্জিয়া অঙ্গরাজ্যের ফুলটন কাউন্টির গ্র্যান্ড জুরি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পসহ ১৯ জনের বিরুদ্ধে ৪১টি অভিযোগ আনেন। এর মাধ্যমে চলতি বছর ট্রাম্প চতুর্থবারের মতো ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলেন।

তবে সব অভিযোগ অস্বীকার করে তিনি বলেছেন, তার বিরুদ্ধে এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

এর আগে বুধবার ট্রাম্পের সাবেক আইনজীবী রুডি গিউলিয়ানিসহ এ মামলার অন্য আসামিরা আত্মসমর্পণ করেন। নতুন অভিযোগের কারণে ট্রাম্পসহ ১৯ জনকে ২৫ আগস্ট দুপুরের মধ্যে আত্মসমর্পণ করার সময়সীমা ছিল।

এ নিয়ে চারটি পৃথক মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগের সংখ্যা ৯১টিতে পৌঁছেছে। সব মিলিয়ে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে গভীর আইনি জটিলতায় পড়ছেন ট্রাম্প। যদিও রিপাবলিকান দলের প্রার্থী হওয়ার দৌড়ে তিনি সবার চেয়ে এগিয়ে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(239 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]