মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মৃত্যুর পরের জীবন নিয়ে যা বললেন মার্কিন গবেষক

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩ | প্রিন্ট

মরে যাওয়া মানে কি সবকিছুর শেষ। এ নিয়ে বিভিন্ন ধর্মে ভিন্ন বক্তব্য রয়েছে। এর উত্তর খুঁজে পেতে চলছে বৈজ্ঞানিক গবেষণাও। এ নিয়ে বিশদ গবেষণার পর নিজের সিদ্ধান্ত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের চিকিৎসক ও গবেষক জেফরি লং। তিনি বলেছেন, মৃত্যুর পরও জীবন আছে। এতে কোনো সন্দেহ নেই।

জেফরি যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যের একজন খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ। মৃত্যু নিয়েও তিনি বহুদিন ধরে গবেষণা করছেন। ‘নিয়ার-ডেথ এক্সপেরিয়েন্স রিসার্চ ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন তিনি।

এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের নিয়ার-ডেথ এক্সপেরিয়েন্স বা মৃত্যুর কাছাকাছি অবস্থায় যাওয়ার অভিজ্ঞতার প্রায় ৫ হাজার ২০০ কেস স্টাডি করেছেন তিনি। মৃত্যুর কাছ থেকে ফিরে আসা প্রত্যেক ব্যক্তির গল্প শুনেছেন এবং সেগুলো বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করেছেন তিনি।

জেফরি বলেছেন, ‘প্রায় ৩৭ বছর ধরে আমি ৫ হাজারেরও বেশি নিয়ার-ডেথ এক্সপেরিয়েন্সের ঘটনা পরীক্ষা-নিরীক্ষা করেছি।’

তিনি বলেন, মৃত্যুর কাছাকাছি পৌঁছা প্রতিটি ব্যক্তির অভিজ্ঞতাই আলাদা। তবে এ ক্ষেত্রে অনেকগুলো সামঞ্জস্য বা মিলও রয়েছে। প্রায় ৪৭ শতাংশ রোগীই জানিয়েছেন, তাদের অশরীরী বা দেহের বাইরে চলে যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(239 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]