রবিবার ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএসএমএমইউ’র বহির্বিভাগে টিকিট বন্টন আধুনিকায়ন করা হবে: উপাচার্য

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

বিএসএমএমইউ’র বহির্বিভাগে টিকিট বন্টন আধুনিকায়ন করা হবে: উপাচার্য

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, রোগীদের সুবিধার্থে বহির্বিভাগে মনোরোগ বিভাগসহ সব বিভাগের টিকিট বণ্টন আধুনিকায়ন করা হবে।

তিনি বলেন, যেকোনো কিছুর সমস্যা আছে, আবার তার সমাধান রয়েছে। হাসপাতালের রিসেপশন থেকে রেসিডেন্টদের দিয়ে রোগী স্ক্রিনিং করে টোকেন দিয়ে রোগীদের মাঝে টিকিট বিতরণ করা হবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে বহির্বিভাগে মানসিক স্বাস্থাসেবার মানোন্নয়ন বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, টিকেট বিতরণের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের সাধারণ মানুষ ও রোগীদের সচেতনতা বাড়ানোর জন্য আরো বেশি মনোযোগী হতে হবে। কিছু কিছু রোগ যেমন চোখের সমস্যা ও লিভারের সমস্যার কথা রোগীরা বলতে পারেন। কিন্তু অধিকাংশ রোগের কথা ও বিভাগের কথা তারা বলতে পারেন না। মনোরোগ বিদ্যা বিভাগের নামটি হয়তো তারা জানেন না।

তিনি বলেন, টিকেট বিতরণকারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। কমিউনিটি ক্লিনিকের প্রোভাইডার প্রশিক্ষণ নিয়ে ওষুধ বিতরণ করে। আমরাও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলতে পারবো।

বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের আয়োজনে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন মনোরোগ বিদ্যা বিভাগের ফেজ বি রেসিডেন্ট ডা. নাহিদ আফসানা জামান।

মনোরোগ বিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে ইউজিসি অধ্যাপক ডা. সজলকৃষ্ণ ব্যানার্জী, বিএসএমএমইউর মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:১৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(231 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]