শনিবার ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শস্য চুক্তিতে ফেরা নিয়ে যা বললেন পুতিন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

শস্য চুক্তিতে ফেরা নিয়ে যা বললেন পুতিন

পশ্চিমারা মস্কোর দাবি পূরণ করলেই রাশিয়া শস্য চুক্তিতে ফিরবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আল জাজিরার।

স্থানীয় সময় সোমবার (৪ সেপ্টেম্বর) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের পর এথা জানান পুতিন।

রাশিয়ার কৃষ্ণসাগরীয় শহর সোচিতে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তৃতীয় দফায় তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটিই পুতিনের সঙ্গে এরদোয়ানের প্রথম মুখোমুখি আলোচনা।

বৈঠকের শুরুতে পুতিন রাশিয়া ও তুরস্কের মধ্যে সম্পর্ক বর্তমানে অনন্য উচ্চতায় রয়েছে বলে উল্লেখ করেন। এছাড়াও এতে প্রাধান্য পেয়েছে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার কৃষ্ণ সাগর শস্য চুক্তি পুনরায় চালুর বিষয়টি। তুর্কি প্রেসিডেন্ট আফ্রিকাসহ বিশ্বের দরিদ্র মানুষদের স্বার্থে এটি পুনরায় চালুর আহ্বান জানান। শস্য চুক্তি নবায়নের বিষয়ে এ বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও জানানো হয়ে বৈঠক শেষে।

বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে পুতিন জানান, কৃষ্ণ সাগর শস্য চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে যাওয়ার কারণে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি পায়নি। দ্রুতই আফ্রিকায় বিনামূল্যে খাদ্যপণ্য পৌঁছে দিতে নতুন করে একটি চুক্তি সই হতে যাচ্ছে বলেও জানান তিনি।

অন্যদিকে, রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে কৃষি, অর্থনীতি, পর্যটনও জ্বালানিসহ পারস্পরিক সহযোগিতা ও দ্বি-পক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান এরদোয়ান।

তুরস্কের প্রেসিডেন্ট আরও জানান, ‘আলোচনায় প্রেসিডেন্ট পুতিন আফ্রিকার গরিব দেশগুলোর জন্য ১০ লাখ টন শস্য দেয়ার কথা জানিয়েছেন। আমরা সেগুলো ঠিকমতো ওই দেশগুলোতে পৌঁছে দেবো।’

এছাড়াও তুরস্ককে রাশিয়ার গ্যাস রফতানির হাব হিসেবে ব্যবহারের বিষয় নিয়ে আলোচনা হয় পুতিন-এরদোয়ানের মধ্যে। বৈঠকে রাশিয়ার সহযোগিতায় নির্মিত তুরস্কের আকুয়ু পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি চলতি বছর চালু হবে বলেও জানানো হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৫২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(231 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]