শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদের বয়স নিয়ে নতুন তথ্য জানালো বিজ্ঞানীরা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

চাঁদের বয়স নিয়ে নতুন তথ্য জানিয়েছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, আগে যা অনুমান করা হয়েছিল চাঁদের বয়স তার চেয়ে অনেক বেশি। ১৯৭০-এর দশকে চন্দ্রাভিযানের সময় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার অ্যাপোলো মিশন এক গুরুত্বপূর্ণ কাজ করে। চাঁদের পাথরের বেশ কিছু নমুনা পৃথিবীতে আনে তারা। এগুলো বহুবার বিশ্লেষণ করা হয়েছে। কিন্তু এবার নতুন এক বিশ্লেষণে এমন কিছু তথ্য পাওয়া গিয়েছে, যা অবাক করেছে বিজ্ঞানীদেরও।

বলা হচ্ছে, এতদিন চাঁদের যে বয়স অনুমান করা হয়েছিল, তা ভুল বলে প্রমাণিত হয়েছে। সবশেষ চাঁদের বয়স অনুমান করা হয়েছিল চার দশমিক ৪২ বিলিয়ন বছর। তবে নতুন হিসাবে, চাঁদের বর্তমান বয়স আগের চেয়ে চার কোটি বছর বেশি। অর্থাৎ চাঁদের বয়স এখন যা মনে করা হয় তার চেয়ে চার কোটি বছর বেশি।

ফিল্ড মিউজিয়াম ও গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এই গবেষণাটি জিওকেমিক্যাল পারস্পেকটিভ লেটারস জার্নালে প্রকাশিত হয়েছে। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষক ও গবেষণার প্রধান লেখক ড. জেনিকা গ্রিয়ার এই নমুনার বিশেষত্ব নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন।

ড. গ্রিয়ার জানান, এটি এখনো পর্যন্ত পাওয়া চাঁদের সবচেয়ে প্রাচীন পাথরের নমুনা। এটি থেকে পৃথিবী সম্পর্কেও অনেক তথ্য পাওয়া যাতে পারে। চাঁদের সঠিক বয়স জানতে পারলে চাঁদের ইতিহাস এবং পৃথিবীর বিকাশ সম্পর্কেও অনেক নতুন তথ্য পাওয়া যাবে। এই গবেষণায় অ্যাটম প্রোব টমোগ্রাফি নামে একটি নতুন কৌশল ব্যবহার করা হয়েছে। এতে লেজারের মাধ্যমে পাথরের পরমাণুগুলোকে বাষ্পীভূত করা হয় এবং তারপর নির্দিষ্ট পরমাণু পরীক্ষা করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ১:২১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(235 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]