বুধবার ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘুষ নেয়ার অভিযোগে লোকসভা থেকে মহুয়া মৈত্রকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট

অর্থ ও দামি উপহারের বিনিময়ে দর্শন হীরানন্দানি নামে এক ব্যবসায়ীর পক্ষে পার্লামেন্টে প্রশ্ন করার অভিযোগে তৃণমূল এমপি মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে। আর এতে ক্ষুব্ধ হয়ে বিজেপির শেষ দেখে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এমন সিদ্ধান্তের প্রতিবাদে লোকসভা থেকে ওয়াক আউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। কারণ, লোকসভায় বিজেপি ও তার শরিকদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে।

জানা গেছে, লোকসভা ভোটের আগে মাত্র একটি অধিবেশন বাকি থাকতে বহিষ্কৃত হওয়ার পর সংসদের বাইরে মহুয়া মৈত্র জানিয়েছেন, এই ঘটনার শেষ দেখে ছাড়বেন।

আরো ৩০ বছর লোকসভার ভেতরে ও বাইরে লড়াই করার অঙ্গীকার করেছেন তিনি। মহুয়া বলেছেন, মোদি সরকার যদি ভেবে থাকে আমাকে এভাবে চুপ করিয়ে আদানি ইস্যু থেকে তারা মুক্তি পাবে, তবে ভুল করছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এবার আমার কাছে সিবিআই আসবে। ছয় মাস আমাকে সিবিআই দিয়ে হেনস্থা করা হবে।

মহুয়াকে বহিষ্কারের সুপারিশ করেছে লোকসভার এথিক্স কমিটি। কমিটি ৪৯৫ পৃষ্ঠার প্রতিবেদন দিলে সময় চেয়েছিল তৃণমূল। কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলও স্পিকারের কাছে সময় চেয়েছিল, কিন্তু তিনি সময় দেননি।
মহুয়ার পাশে দাঁড়িয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, মহুয়াকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া হয়নি। একজন নারীকে বিজেপি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য যেভাবে হেনস্থা করল তাতে গণতন্ত্রকে হত্যা করা হলো। দল মহুয়ার পাশে ছিল, আছে। বিজেপির প্রতিহিংসাপরায়ণ রাজনীতি প্রমাণিত।’মহুয়াকে এভাবে বহিষ্কারে ইন্ডিয়া জোট আরো ঐক্যবদ্ধ হয়েছে বলেও জানান মমতা।

তিনি বলেন, আমি ইন্ডিয়া জোটকে অভিনন্দন জানাতে চাই। আমরা একজোট আছি। ইন্ডিয়ার সঙ্গে মিলেই দল মহুয়ার হয়ে লড়বে। আমরা সবাই বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৮ পূর্বাহ্ণ | শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(239 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]