বুধবার ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন পুতিন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট

ভ্লাদিমির পুতিন ২০২৪ সালের রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ইউক্রেনে লড়াইরত যোদ্ধাদের রাশিয়ার সর্বোচ্চ সামরিক পদক প্রদান অনুষ্ঠানে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় আলজাজিরা।

আর্তায়ুম চোগা নামের একজন লে. কর্নেল ‘হিরো অব রাশিয়া’ স্বর্ণপদক পান। পদক গ্রহণের সময় পুতিনকে নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার অনুরোধ জানান তিনি। পরে এই সামরিক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘তিনি (পুতিন) প্রতিদ্বন্দ্বিতা করবেন।’

এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, নির্বাচনে লড়তে পুতিনের প্রতি অনেক মানুষ আহ্বান জানিয়েছেন।

আগামী ১৭ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনের এই তারিখ ঘোষণা করে।

নির্বাচিত হলে ৭১ বছর বয়সী পুতিনের ২৪ বছরের নেতৃত্বের মেয়াদ আরেক দফা বাড়বে। অবশ্য আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে আট বছর কাটিয়েছেন তিনি। সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতা জোসেফ স্টালিনের পর পুতিনের শাসনকাল এখন রাশিয়ার যেকোনো শাসকের চেয়ে বেশি।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৫৯ অপরাহ্ণ | শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(239 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]