শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মার্কিন গায়িকা সেলেনা গোমেজদ। জীবনে প্রেম-সম্পর্ক একাধিকবার এসেছে তার। তবে জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কের গল্প ছিল সবচেয়ে আলোচিত। যদিও সেই সম্পর্ক ভেঙে গেছে। বিবার বিয়ে করে নিয়েছেন হেইলি ব্যাল্ডউইনকে। অন্যদিকে সেলেনা ছিলেন একা। তবে সেই একা জীবনে ফের ভালোবাসার রঙ লেগেছে। আর এই সম্পর্ককে নিজের ‘জীবনের সেরা ঘটনা’ বলেও মনে করছেন সেলেনা গোমেজ। কিছু দিন ধরেই সেলেনার প্রেম নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার তিনি নিজেই সেটার সত্যতা নিশ্চিত করলেন। মিউজিক প্রোডিউসার বেনি ব্লাঙ্কোর সঙ্গেই তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। তারা ২০১৫ সাল থেকে একসঙ্গে একাধিক গানে কাজ করেছেন। সেলেনা ও ব্লাঙ্কোর প্রেম গুঞ্জন নিয়ে পোস্ট দেয় ‘পপফিকশনস’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ। সেখানে খোদ গায়িকা মন্তব্য করে বসেন, ‘ফ্যাক্টস’; অর্থাৎ যেটা রটেছে, সেটা স্রেফ গুঞ্জন নয়; সত্য। শুধু তাই নয়, ভক্তদের মন্তব্যের জবাবে বেনি ব্লাঙ্কো সম্পর্কে সেলেনা বলেছেন, ‘সে আমার হৃদয়ের সবকিছু। এবং আমার জীবনে হওয়া সবচেয়ে ভালো ঘটনা এটা। আমার সঙ্গে ও এই পৃথিবীতে অন্য সবার চেয়ে ভালো আচরণ করেছে।’ ছবি: সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কো ছবি: সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কো এখানেই শেষ নয়, পরোক্ষভাবে পুরনো প্রেমিকের প্রসঙ্গ টেনে সেলেনা গোমেজ বলেছেন, ‘আমি যাদের সঙ্গে থেকেছি, সম্পর্কে জড়িয়েছি, সবার চেয়ে ও ভালো।’ প্রেম গুঞ্জনে সিলমোহর দেওয়ার পর আরও একটি গুঞ্জন উসকে দিলেন সেলেনা গোমেজ। সেটা বাগদানের। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন গায়িকা। যেখানে দেখা যায়, তার হাতের অনামিকা আঙুলে একটি আংটি; যে আংটিতে রয়েছে ইংরেজি অক্ষর ‘বি’। অনেকেই মনে করছেন, এই ‘বি’ এসেছে বেনি ব্লাঙ্কোর নাম থেকে। তবে কি তারা বাগদান সেরে বিয়ের পথে হাঁটছেন? প্রশ্নটা ঘুরছে নেটিজেনদের মনে। পিপল ম্যাগাজিনের একটি প্রতিবেদন থেকে জানা গেলো, গেলো শূন্য দশকের শেষ দিকে সংগীত প্রযোজক হিসেবে কাজ শুরু করেন বেনি ব্লাঙ্কো। বেশ কিছু হিট গান রয়েছে তার ঝুলিতে। তবে মূল শিল্পী হিসেবে ‘ইস্টসাইড’ গান দিয়ে ২০১৮ সালে অভিষেক হয় তার। এড শিরান, কেটি পেরি, ব্রিটনি স্পিয়ারস, রিয়ানার মতো তারকার সঙ্গেও কাজ করেছেন ব্লাঙ্কো।

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো হত্যা মামলার শুনানি আবার শুরু করতে যাচ্ছে দেশটির সুপ্রিম কোর্ট।

আগামী ১২ ডিসেম্বর থেকে দেশটির প্রধান বিচারপতি কাজি ফায়েজ ইসার নেতৃত্বে গঠিত ৯ সদস্যের বেঞ্চ জুলফিকার আলী ভুট্টো হত্যা মামলা ফের খতিয়ে দেখতে শুরু করবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম ডন নিউজ।

যে বিচারে জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসি দেওয়া হয়েছিল তা আবার পর্যালোচনার আবেদন করেছিলেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। ২০১১ সালে তৎকালীন প্রেসিডেন্ট থাকাকালে সুপ্রিম কোর্টে প্রেসিডেন্সিয়াল রেফারেন্সের আওতায় এই আবেদন জানিয়েছিলেন আসিফ। উল্লেখ্য, জুলফিকার আলী ভুট্টোর মেয়ে বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলী জারদারি। বেনজির নিজেও ২০০৭ সালে আততায়ীর গুলিতে প্রাণ হারান।

১৯৭৯ সালের ৪ এপ্রিল রাওয়ালপিন্ডির জেলা কারাগারে জুলফিকার আলী ভুট্টোর মৃত্যুদণ্ড কার্যকর করেছিল তৎকালীন সামরিক শাসক মোহাম্মদ জিয়া-উল-হক। এর আগে ১৯৭৭ সালের ৫ জুলাই জুলফিকার ভুট্টোকে ক্ষমতাচ্যুত করে পাকিস্তানের তখনকার সেনাপ্রধান জিয়া-উল-হকের বাহিনী। সামরিক সরকার বিরোধী নেতাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে ভুট্টোকে মৃত্যুদণ্ড দেয়।

ওই বিচারকে প্রহসনের বিচার হিসেবে দেখে ভুট্টো পরিবার। এবছর ৪ এপ্রিল ভুট্টোর ৪৪ তম মৃত্যুবার্ষিকীতে তার নাতি ও বর্তমানে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়াম্যান বিলাওয়াল ভুট্টো বলেন, ‘এটা ছিল বিচার-বিভাগীয় হত্যাকাণ্ড, যা দেশের বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছিল। এখন ভুট্টো পরিবারের তৃতীয় প্রজন্ম সুপ্রিম কোর্টে ভুট্টো হত্যার সুবিচারের অপেক্ষায় আছে।

এইবার আসিফ আলী জারদারির সেই আবেদনের ১২ বছর পর শুরু হতে যাওয়া শুনানিতে সুপ্রিম খতিয়ে দেখবে জুলফিকার আলী ভুট্টোর ফাঁসি আদৌ ‘বিচারবিভাগীয় হত্যাকাণ্ড’ ছিল কিনা।

Facebook Comments Box
advertisement

Posted ২:০১ পূর্বাহ্ণ | রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(236 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]