মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ফের পেছালো গাজায় সহায়তা নিয়ে জাতিসংঘে ভোট

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট

দখলদার ইসরায়েলি বাহিনীর অবিরাম হামলায় ধ্বংসস্তুপে পরিণত হওয়া ফিলিস্তিনের গাজা উপত্যকায় সহায়তা জোরদার করা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নির্ধারিত ভোটাভুটি আরো এক দিন পিছিয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) এই ভোটাভুটি হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে জানানো হয়, প্রায় দুই সপ্তাহের আলোচনা ও ভোটাভুটি নিয়ে কয়েক দিনের বিলম্বের পর গতকাল বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা হয়েছে। এরমধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে তৈরি করা খসড়া প্রস্তাবটি পাস হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

কূটনৈতিক টানাপোড়েনকে কেন্দ্র করে গত কিছুদিনে ম্যানহাটনে জাতিসংঘের সদর দপ্তরে কয়েকবারই ভোটাভুটি স্থগিত করতে হয়েছে। নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাসম্পন্ন সদস্য এবং ইসরায়েলের মিত্র দেশ যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী প্রস্তাবে সংশোধনী আনা হয়েছে। যুক্তরাষ্ট্র এখন বলছে, তারা প্রস্তাবে সমর্থন দেবে।

সংশোধিত এ প্রস্তাবে এখন আর গাজায় ২৩ লাখ মানুষের জন্য সহায়তা সরবরাহের ক্ষেত্রে ইসরায়েলি নিয়ন্ত্রণ কমানো যায়নি। মিসর থেকে রাফাহ ক্রসিং দিয়ে গাজায় সহায়তা সরবরাহের যে সীমিত কার্যক্রম চলে, সেগুলো পর্যবেক্ষণ করছে ইসরায়েল। কারেম শালম ক্রসিং দিয়েও সহায়তা পৌঁছানোর বিষয়টি নজরদারির আওতায় রেখেছে তারা।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত লিন্ডা টমাস গ্রিনফিল্ড সাংবাদিকদের বলেন, ‘এটি এমন এক প্রস্তাব যেটিতে আমরা সমর্থন দিতে পারি।’

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র প্রস্তাবের পক্ষে ভোট দেবে, নাকি ভোটদানে বিরত থাকবে—সে ব্যাপারে তিনি সুনির্দিষ্ট কিছু বলেননি।

কূটনীতিকেরা বলেছেন, একটি রুদ্ধদ্বার বৈঠক চলার সময় নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাসম্পন্ন সদস্য দেশ রাশিয়া এবং আরো কিছু সদস্য দেশের অভিযোগের মুখে ভোটাভুটি আজ পর্যন্ত পেছানো হয়েছে। ওয়াশিংটনকে সন্তুষ্ট করতে প্রস্তাবে যে সংশোধনী আনা হয়েছে, তা নিয়ে আপত্তি জানিয়েছিল তারা। বৈঠকের পর রাশিয়ায় নিযুক্ত জাতিসংঘের দূত ভাসিলি নেবেনজিয়া সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক রিচার্ড গোয়ান এএফপিকে বলেছেন, এখানকার (প্রস্তাবের) কিছু ভাষা সামান্য অযৌক্তিক।

গোয়ান মনে করেন, পরিষদের অন্য সদস্যদের এখন সিদ্ধান্ত নিতে হবে যে তারা চুক্তির খাতিরে এসব বিষয় মেনে নেবে কি না।

এদিকে হামাস কর্তৃপক্ষ বলেছে, মানবিক সহায়তার জন্য নতুন করে চালু হওয়া একটি ক্রসিংয়ে গতকাল বোমা হামলা চালিয়েছে ইসরায়েল।

এএফপির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বুধবার বলেন, হামাসকে নির্মূল না করা পর্যন্ত গাজা উপত্যকায় কোনো যুদ্ধবিরতি হবে না।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(239 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]