শনিবার ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রমবর্ধমান ভূরাজনৈতিক ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট

সপ্তাহ পেরোলেই নতুন বছর। তবে আসন্ন এ বছর নিয়ে এরই মধ্যে নানা অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্রমবর্ধমান সামরিক সংঘাত এবং কয়েক ডজন জাতীয় নির্বাচন ঘিরে অস্থিরতা দেখা দিতে পারে। লোহিত সাগরের প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুটে হুতি বিদ্রোহীদের হামলা, গাজা-ইসরায়েল যুদ্ধ ঘিরে নতুন ঝুঁকি তৈরি করেছে। এ ঘটনা এরই মধ্যে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনার মুখোমুখি হওয়া বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতায় নতুন মাত্রা যোগ করেছে।

করোনাভাইরাস মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সামরিক সংঘাতের ঝুঁকি নিয়ন্ত্রণ করা না গেলে বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের ধাক্কার মুখোমুখি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর সঙ্গে জাতীয় নির্বাচন ঘিরে সৃষ্ট অস্থিরতা এ প্রভাবকে আরও গভীর ও দীর্ঘ করে তুলতে পারে। ভারত, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশসহ প্রায় ৫০টি দেশের ২০০ কোটিরও বেশি মানুষ এসব নির্বাচনে অংশ নেবেন। এসব নির্বাচনকে কেন্দ্র করে সরকারের প্রতি অবিশ্বাস বাড়ছে। ভোটাররা তিক্তভাবে বিভক্ত এবং অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে গভীর ও স্থায়ী উদ্বেগ রয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে সরকারগুলোকে বাণিজ্য, বিদেশি বিনিয়োগ ও অভিবাসন বিষয়ে কঠোর নিয়ন্ত্রণের দিকে ঠেলে দিতে পারে।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পাবলিক পলিসির অধ্যাপক ডায়ান কোয়েল বলেন, এ ধরনের নীতি অর্থনীতিতে আমরা যেভাবে অভ্যস্ত ছিলাম, তার চেয়ে অনেক আলাদা একটি বিশ্বে রূপান্তরিত করবে। অনেক জায়গায় স্থবির আয়, জীবনযাত্রার মানের অবনতি এবং ক্রমবর্ধমান বৈষম্যের কারণে এরই মধ্যে বিশ্বায়ন নিয়ে সংশয় তৈরি হয়েছে। সব মিলিয়ে ‘সংকুচিত বাণিজ্যের বিশ্ব হলো আয় সংকোচনের বিশ্ব’। অর্থাৎ বাণিজ্য কমার সঙ্গে সঙ্গে মানুষের আয়ও কমে যাবে। এতে জীবনযাত্রার মানে আরও অবনতি হবে।

আগামী বছর সবচেয়ে বড় নির্বাচন ভারতে। বর্তমানে বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতির দেশটি বিশ্বের উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে ধাক্কা খাচ্ছে। জানুয়ারিতে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দ্বীপরাষ্ট্রটি ঘিরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে বেইজিং। এতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বাড়তে পারে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:২০ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(236 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]