রবিবার ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কনসার্টে ১৪০টি ভাষায় গান গেয়ে সুচেতার বিশ্ব রেকর্ড!

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

কনসার্টে ১৪০টি ভাষায় গান গেয়ে সুচেতার বিশ্ব রেকর্ড!

দীর্ঘ ৯ ঘণ্টার লম্বা কনসার্ট ‘কনসার্ট ফর ক্লাইমেট’-এ ১৪০ টি ভাষায় গান গেয়ে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন ১৮ বছর বয়সী আরব আমিরাতের বাসিন্দা তথা ভারতের (কেরালা রাজ্য) কান্নুরের বংশোদ্ভূত সুচেতা সতীশ।

দুবাইয়ে ইউনাইটেড নেশনের কনফারেন্সে তিনি ১৪০টি ভাষায় গান গেয়েছেন তিনি। তৈরি করেছেন বিশ্ব রেকর্ড!

গিনেসের পক্ষ থেকে এই রেকর্ডের সনদ হাতে পেয়ে সুচেতা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, সৃষ্টিকর্তার আশীর্বাদে নতুন রেকর্ড গড়তে পেরেছি। ২০২৩ সালের ২৪ নভেম্বর, ৯ ঘণ্টায় ১৪০টি ভাষায় গানের রেকর্ড গড়েছি আমি। জলবায়ু সম্মেলনে এই গান গেয়েছিলাম আমি। আপনাদের শুভেচ্ছা এবং সমর্থনের জন্য ধন্যবাদ।

এর আগে পুনের গায়িকা মঞ্জুশ্রী ওক ১২১ টি ভাষায় গান গেয়ে এই রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ডই ভাঙলেন এবার সুচেতা। এর আগে ২০২১ সালে ১২০ টি ভাষায় গান গেয়েছিলেন সুচেতা। এবার তিনি নিজের সেই রেকর্ড ভেঙে সেটাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

এদিনের এই ইভেন্টটি দুবাইয়ের ইন্ডিয়ান কনস্যুলেট অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। অন্যদিকে সিও অনুষ্ঠিত হয় দুবাইয়ের এক্সপো সিটিতে। এই অনুষ্ঠানটি ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলে।

উল্লেখ্য, দুবাইয়ে গত বছর আয়োজিত হয়েছিল কপ-২৮ সম্মেলন। সেই সম্মেলনে ভারতসহ বিশ্বের ১৪০টি দেশ যোগ দেয়। ওই সম্মেলনে পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে গান করেন সুচেতা। আর সেখানেই বিশ্বের সবচেয়ে বেশি ভাষায় গান গাওয়ার বিরল নজির গড়েন তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(232 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]