সোমবার ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্পকে ৪ লাখ ডলার পরিশোধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৫ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

ট্রাম্পকে ৪ লাখ ডলার পরিশোধের নির্দেশ

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও কয়েকজন সাংবাদিককে প্রায় চার লাখ ডলার পরিশোধ করতে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্দেশ দিয়েছেন আদালত। ২০২১ সালের সেপ্টেম্বরে সংবাদমাধ্যমটির বিরুদ্ধে একটি মামলা করেন ট্রাম্প।

২০১৮ সালে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প ও তার বাবা কর দফতরের কাছে সম্পদের অবমূল্যায়ন করে এবং একটি জাল করপোরেশন স্থাপনের মতো উপহার এবং উত্তরাধিকার কর এড়িয়ে গেছেন। সেই সময় প্রতিবেদনটি পুলিৎজার পুরস্কার পেয়েছিল।

বিচারপতি রবার্ট রিড মামলাটির জটিলতা ও অন্যান্য দিক বিবেচনা করে ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন সংবাদমাধ্যম ও সাংবাদিকদের তরফের আইনজীবীদের মামলাটি চালিয়ে যাওয়ার জন্য ৩ লাখ ৯২ হাজার ৬৩৮ ডলার আইনি ফি বাবদ দিতে হবে।

২০২১ সালে ট্রাম্প ঐ প্রতিবেদনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন। তাতে ট্রাম্পের অভিযোগ ছিল, একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রস্তুত করার সময় ট্রাম্পের কর–সংক্রান্ত নথিপত্র কবজা করার ‘চক্রান্ত’ করেছিলেন সংবাদমাধ্যমটির তিন সাংবাদিক।

পরে ২০২৩ সালের মে মাসে নিউইয়র্কের সুপ্রিম কোর্ট মামলাটি খারিজ করে দেন। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়, মামলা চালাতে বিবাদীপক্ষের যে খরচ হয়েছে, তা ট্রাম্পকে পরিশোধ করতে হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ জানুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(232 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]