মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনে রাশিয়ার হামলা, নিহত ৬

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট

ইউক্রেনে রাশিয়ার হামলা, নিহত ৬

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে আবারও হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ছয়জন নিহত ও ১২ জন আহত হয়েছে।

বন্দরনগর ওডেসার আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার বলেছেন, শুক্রবার রাতে ওডেসায় রাশিয়া টানা দ্বিতীয়বারের মতো ড্রোন হামলা চালালে একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে তিনি জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে একজন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিপার সরকারি টিভিকে বলেন, প্রতিবেশীদের কাছ থেকে তারা তথ্য সংগ্রহ করতে পারছেন না। এ কারণে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিশ্চিতভাবে বলতে পারছেন না। তবে শেষ ইটটি সরানো পর্যন্ত উদ্ধারকাজ চলবে।

এদিকে দক্ষিণ-পূর্বের শহর দিনিপ্রোতে আবাসিক ভবনে রাশিয়ার আরেকটি ড্রোন হামলায় দু’জন নিহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ওলেক্সি কুলেবা বলেছেন, দোনেৎস্ক এলাকায় হামলায় বেসামরিক এক নাগরিক নিহত হয়েছেন। হামলায় ২১টি বাড়ি, একটি স্কুল ও একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, ৫টি অঞ্চলে রাশিয়ার ৩১টি ড্রোনের মধ্যে ২৩টি তারা ভূপাতিত করেছে।

কুলেবা বলেছেন, ইউক্রেনীয়রা আরেকটি কঠিন রাত পার করেছে। শত্রুরা বিভিন্ন বসতিতে ৩৬টি ড্রোন ও ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

দক্ষিণের সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের একটি পোস্টে বলেছে, তারা ওডেসা অঞ্চলে রাতারাতি নয়টি ড্রোন প্রতিহত করেছে।

সামরিক বাহিনী জানিয়েছে, হামলায় ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হয়েছিল; তবে তা কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box
advertisement

Posted ৯:২২ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(239 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]