বুধবার ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রুশ গোয়েন্দা বিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট

রুশ গোয়েন্দা বিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের দুই বছর পূর্ণ হওয়ার আগ মুহূর্তে শনিবার রাশিয়ার এ-ফিফটি সামরিক গোয়েন্দা বিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। এক মাসের মধ্যে ইউক্রেন এ নিয়ে দ্বিতীয়বারের মতো এমন দাবি করলো দেশটি। খবর বিবিসি।

ইউক্রেনের সামরিক সূত্র বলেছে, স্থানীয় সময় শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাশিয়ার রস্তোফ-অন-ডন ও ক্রাসনোদর শহরের মধ্যবর্তী জায়গায় বিমানটি ভূপাতিত করা হয়। সম্মুখসমরস্থল থেকে এ জায়গাটি প্রায় ২০০ কিলোমিটার দূরে। পরে জরুরি সেবা সংস্থাগুলো কানেভস্কো এলাকায় বিমানের খণ্ডিত অংশ খুঁজে পায়।

তবে ইউক্রেনের এই দাবির বিপরীতে রাশিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইউক্রেনের বিমানবাহিনীর প্রধান মিকোলা ওলেশচাক তাঁর সেনাবাহিনী ও সামরিক গোয়েন্দা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। বিমানটি দূরপাল্লার রাডার শনাক্তকারী ছিল। রাশিয়ার সেনাবাহিনীর ছুটির দিনে এ ঘটনা ঘটে। মিকোলা ওলেশচাক সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেছেন, ‘দখলদারদের অভিনন্দন’।

অনলাইনে শেয়ার করা ভিডিওতে বিমানটি লক্ষ্য করে গুলি ছোড়ার মুহূর্তে প্রচুর কালো ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়তে দেখা গেছে। আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও রাশিয়ার সেনাবাহিনী সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছে, বিমানটি কারা ভূপাতিত করেছে তা জানা যায়নি।

আর আগে এ বছরের ১৪ জানুয়ারি ইউক্রেন এ-ফিফটি-এর একটি বিমান ভূপাতিত করার দাবি করে ইউক্রেন। তারও আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিলো, রাশিয়ার কাছে ছয়টি এ-ফিফটি বিমান থাকতে পারে। এই বিমানগুলো লাখ লাখ ডলার ব্যয়ে তৈরি করা হয়। এগুলো বিমান প্রতিরক্ষাব্যবস্থা ও রাশিয়ার জেটগুলোর লক্ষ্যবস্তুর মধ্যে সমন্বয়ের কাজ করে।

সম্প্রতি দক্ষিণ-পূর্বাঞ্চলে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে বেশ অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। গত মাসে ইউক্রেনের সেনা কর্মকর্তারা বলেছেন, এ-ফিফটি বিমানের সঙ্গে সঙ্গে তারা আইওয়ান-২২ নিয়ন্ত্রণকারী বিমানও ধ্বংস করেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৪ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(239 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]