নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৫ মে ২০২৪ | প্রিন্ট
ফিলিস্তিনের গাজায় টানা সাত মাস ধরে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ বলছে, নিহতদের অন্তত ৫৬ শতাংশই নারী ও শিশু।
ইহুদিবাদী ইসরায়েলের হামলায় রক্তস্রোতে যখন ভেসে যাচ্ছে গাজা উপত্যকা, তখন আল্ট্রা-অর্থোডক্স ইহুদিদের অনেকে এর তীব্র নিন্দা জানিয়ে পথে নেমেছেন। অধিকৃত জেরুজালেমে মঙ্গলবার (১৪ মে) জায়নবাদ-বিরোধী এসব ইহুদিদের বিভিন্ন ব্যানার হাতে দেখা গেছে। দিনটি ছিল ইসরায়েলের ৭৬তম ‘স্বাধীনতা দিবস’। তবে চলমান পরিস্থিতি বিবেচনায় ইসরায়েল দিবসটি উদযাপন বাতিল করেছে।
জেরুজালেমে বিক্ষোভের সময় জায়নবাদ-বিরোধী একজন ইসরায়েলি ইহুদির হাতের ব্যানারে লেখা ছিল, আমরা ইসরায়েলের ৭৬ বছরের অস্তিত্বের জন্য শোক প্রকাশ করছি।
আরেকজনের হাতের ব্যানারে লেখা ছিল, আমরা জায়নবাদী হয়ে বাঁচার চেয়ে ইহুদি হয়ে মরতে চাই।
Posted ৬:৩২ পূর্বাহ্ণ | বুধবার, ১৫ মে ২০২৪
ajkerograbani.com | Salah Uddin