সোমবার ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

গায়ে আগুন লাগিয়ে ফায়ার সার্ভিস কর্মীর ১০০ মিটার দৌড়

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৫ জুলাই ২০২৩ | প্রিন্ট

গায়ে আগুন লাগিয়ে ফায়ার সার্ভিস কর্মীর ১০০ মিটার দৌড়

ফায়ার সার্ভিসের একজন কর্মী গায়ে আগুন লাগিয়ে ১০০ মিটার দৌড় শেষ করেছেন। মূলত বিশ্ব রেকর্ড গড়তে এমন কাজ করেন তিন। গায়ে আগুন লাগিয়ে মাত্র ১৭ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করতে পারায় জনাথন ভেরো দুটি বিশ্ব রেকর্ড ভেঙেছেন।

অন্য একটি রেকর্ডের মধ্যে রয়েছে অক্সিজেন সরবরাহ ছাড়া ১৭২ মিটার দৌড়। ৩৯ বছর বয়সী ফ্রান্সের বাসিন্দা জনাথন ভেরো পার্ট-টাইম হিসেবে স্টানম্যান দায়িত্ব পালন করেন। তার নিজ শহর হাইবোর্ডিনে এ রেকর্ড গড়েন।

হিউম্যান টর্চের মতো দেখাচ্ছিল তাকে। এক ধরনের বিশেষ জ্যাকেট পরে তার উপর আগুন লাগিয়ে তিনি ২০০ মিটার দৌড় সম্পন্ন করেন।

জনাথনের এমন কাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে কাজটি ছিল খুবই ঝুঁকিপূর্ণ। ভিডিওটি প্রায় ১০ লাখ বার দেখা হয়েছে। তিনি ১৭ সেকেন্ডের ব্যবধানে এন্টনি ব্রিটন নামে একজন ব্রিটিশ নাগরিকের করা ৭.৫৮ সেকেন্ডের রেকর্ডটি ভেঙে দিয়েছেন।

এই রেকর্ড গড়তে পেরে খুশি জনাথন ভেরো। বিশ্ব রেকর্ড গড়া তার ছোট বেলা থেকেই স্বপ্ন ছিল। এজন্য তিনি কঠোর পরিশ্রম করেছেন।

সূত্র: জিও নিউজ

Facebook Comments Box
advertisement

Posted ৫:০১ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(238 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]