নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা দিন দিনই বাড়ছে। গাজায় আগ্রাসনের ১৬তম দিন গত সোমবার দিনভর ও রাতে অন্তত ৪০০ স্থানে হামলা চালায় তেল আবিব। এতে এক দিনেই নারী-শিশুসহ ৭০৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৯১-তে। এ ছাড়া অধিকৃত পশ্চিম তীরে নিহত হয়েছেন আরও ৯৬ ফিলিস্তিনি
এদিকে, মানুষ হত্যায় ইসরায়েলের ফ্রি লাইসেন্স থাকা উচিত নয় উল্লেখ করে দেশটিকে থামাতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছে কাতার।
এরই মধ্যে গতকাল মঙ্গলবার মুসল্লিদের জন্য আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। অন্যদিকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতে আন্তর্জাতিক জোট গঠনের আহ্বান জানিয়েছে ফ্রান্স। আর ইসরায়েল বলেছে, এ যুদ্ধ বেশ দীর্ঘ হবে। খবর আলজাজিরার।
Posted ১১:২৫ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
ajkerograbani.com | Salah Uddin