বুধবার ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘কোরআনের হাফেজ উপাধিটি সর্বশ্রেষ্ঠ’

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ | প্রিন্ট

‘কোরআনের হাফেজ উপাধিটি সর্বশ্রেষ্ঠ’

তুরস্কের কায়সারিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পবিত্র কুরআনের ৮০০ হাফেজকে সম্মানিত হয়েছে। মঙ্গলবার মধ্য তুরস্কের কায়সারির ইফতা হাউস আয়োজিত পবিত্র কোরআনের হাফেজদের একটি গৌরবপূর্ণ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন তুরস্কের ধর্ম বিষয়ক প্রধান অধ্যাপক আলী এরবাস।

তিনি বলেন, ‘আমি আপনাদের ফলপ্রসূ এবং দীর্ঘস্থায়ী সাফল্য কামনা করি। কোরআন হেফজ করা হল সবচেয়ে বড় নেয়ামত যা আল্লাহ মানুষকে দান করেন। আপনি যে পার্থিব উপাধির সঙ্গে যুক্ত হোন না কেন, কুরআনের হাফেজ উপাধিটি সর্বশ্রেষ্ঠ এবং কুরআন আপনার সংরক্ষক হোক।’

অনুষ্ঠানে আরবাশ বলেন, ‘আমরা ভাগ্যবান যে আমাদের দেশে কোরআন তেলাওয়াতের তাগিদ ও উত্তেজনা দিন দিন বাড়ছে, এবং এর প্রতি আগ্রহও বাড়ছে। কোরআন মুখস্ত করাই হল সবচেয়ে বড় নেয়ামত যা আল্লাহ মানুষকে দেন।’

তিনি আরো বলেন, জীবনের পথপ্রদর্শক এবং পথপ্রদর্শক হিসেবে কোরআনে বিশ্বাস করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছিলেন এবং এর জীবন-দানকারী বার্তাগুলিকে সবচেয়ে নির্ভুল উপায়ে বুঝতে এবং জীবনযাপন করার প্রয়োজন। আমাদের সকলকে এর অর্থ বোঝার এবং তার সর্বোত্তম ক্ষমতায় বেঁচে থাকার জন্য দুর্দান্ত প্রচেষ্টা করতে হবে ‘

৮০০ হাফেজ, ৫১৪ জন পুরুষ এবং ২৮৬ জন নারী, তাদের পবিত্র কোরআন মুখস্থ করার লাইসেন্স হস্তান্তরের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

তুরস্কের ধর্মীয় বিষয়ক অধিদফতরের মহাপরিচালক, কাদির দিন, ঘোষণা করেন ১১ হাজার ৭৭৩ শিক্ষার্থী ২০২১ সালে কোরআন হেফজ করেছেন এবং পবিত্র কোরআনের জন্য একটি হাফেজ প্রংসাপত্র পাওয়ার অধিকার অর্জন করেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(229 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]