নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
ঘন কুয়াশার চাঁদরে ঢাকা পড়েছে দিনাজপুর। তাপমাত্রা কমে যাওয়ায় দিন দিন বাড়ছে শীতের প্রকোপ। সন্ধ্যার পর থেকে শুরু হয় হিমেল বাতাস। আর তার সঙ্গে যোগ দেয় ঘন কুয়াশা। এতে সড়কে দিনেরবেলাও যান চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে।
আবহাওয়া অফিসের তথ্য মতে, বুধবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৬ ভাগ। জেলায় চলতি শীত মৌসুমে সর্বনিম্ন ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ডিসেম্বরে এক থেকে দুটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে। আগামী জানুয়ারিতে শীত বেশি থাকবে। সে সময় আরো কয়েক দফায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
এদিকে ব্যস্ততা বেড়েছে জেলার লেপ-তোশকের দোকানে। পাশাপাশি বিভিন্ন গরম কাপড়ের দোকানেও বিক্রি বেড়েছে। ধুম পড়েছে শীতের পিঠাপুলি তৈরির।
Posted ৩:৫৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin