শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়ে বিশ্বরেকর্ড গড়লেন নারী

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়ে বিশ্বরেকর্ড গড়লেন নারী

একই সঙ্গে ৯টি সন্তানের জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন এক নারী। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ছবি-সহ তার নাম ঘোষণা করেছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) গিনেস নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই খবর দিয়ে লিখেছে, ‘‘৯ সন্তানের মধ্যে ৫টি শিশুকন্যা। তাদের নাম – আদামা, ওমু, হাওয়া, কাদিদিয়া, ফতুমা এবং চারটি শিশুপুত্র- ওমর, এলহাদজি, বাহ ও মোহাম্মদ (ষষ্ঠ)। এদের বাবা-মায়ের নাম আবদেল কাদের আরবি এবং হালিমা সিসে ।’’

একইসঙ্গে গিনেস জানিয়েছে, এই প্রথম ননুপ্লেটস (একসঙ্গে একই গর্ভ থেকে ভূমিষ্ঠ নয় সন্তান) বা নবমজের জন্ম হল, যেখানে মা এবং শিশুরা জীবিত আছে।

গিনেসের রেকর্ড অনুযায়ী এর আগে কোনো ননুপ্লেটস কয়েক ঘন্টার বেশি বাঁচেনি। তাই ননুপ্লেটসের জন্ম একটি অত্যন্ত বিরল ঘটনা।

মরক্কোর বাসিন্দা সিসে গত ২০২১ সালের ৪মে জন্ম দেন নয় সন্তানের। তবে তার গর্ভে যে ৯টি সন্তান বড় হচ্ছে সে কথা তিনি নিজেও জানতেন না।

সিসে এবং তার চিকিৎসকেরা ভেবেছিলেন তিনি সাতটি সন্তানের জন্ম দেবেন। কিন্তু অস্ত্রোপচারের টেবলে জানা যায় সাতটি সন্তান নয়, আদতে ৯টি সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি।

সময়ের আগেই, গর্ভাবস্থার ৩০তম সপ্তাহে প্রসব করেন সিসে। তারপর থেকে এ পর্যন্ত সুস্থই রয়েছে মা এবং সন্তানেরা।

গিনেস ওই পরিবারের একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছে ইনস্টাগ্রামে। যেখানে মা বাবা এবং সন্তানদের সুস্থতা কামনা করেছেন সকলে।

সূত্র: মিরর ইউকে, আনন্দবাজার

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৯ পূর্বাহ্ণ | বুধবার, ২১ ডিসেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(219 বার পঠিত)
(197 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]