রবিবার ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনে বহু রুশ সেনা নিহত, কী বলছে মস্কো?

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

ইউক্রেনে বহু রুশ সেনা নিহত, কী বলছে মস্কো?

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে ইউক্রেনীয় বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৬৩ রুশ সেনা নিহত হয়েছেন। মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, নববর্ষের প্রাক্কালে দোনেৎস্কের মাকিভকা শহরে ইউক্রেনের হামলায় এসব সেনা নিহত হন।

সোমবার (২ জানুয়ারি) ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়, ইউক্রেন বাহিনী দোনেৎস্কের মাকিভকা শহরে রুশ বাহিনীর অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলায় অন্তত ৪০০ রুশ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৩০০ জন।

ক্ষেপণাস্ত্রটি রুশ অধিকৃত মাকিভকা শহরের একটি স্কুল ভবনকে টার্গেট করে নিক্ষেপ করা হয়, যা রুশ সৈন্যরা ব্যারাক হিসেবে ব্যবহার করছিল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ সেনাদের ব্যারাক হিসেবে ব্যবহার করা একটি আবাসিক ভবনে ইউক্রেনীয় সেনারা যুক্তরাষ্ট্রের তৈরি হাইমারস সিস্টেম ব্যবহার করে ছটি রকেট ছোড়ে। এর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়। বাকি চারটি ভবনে আঘাত হানে।

নতুন বছর উপলক্ষে দেওয়া ভাষণে যুদ্ধ জয়ের প্রত্যয় জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চলতি বছরের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিপরীতে নববর্ষের ভাষণে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(224 বার পঠিত)
(202 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]