শনিবার ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ ৫ মে, রোববার কোথায় কী?

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৫ মে ২০২৪ | প্রিন্ট

আজ ৫ মে, রোববার কোথায় কী?

রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে থাকে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। আর তাই আজ ৫ মে (রোববার) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী রয়েছে, তা জেনে নিতে পারেন।

তো আর দেরি নয়; এবার চলুন জেনে নিই আজ ৫ মে (রোববার) কোথায় কী?

প্রধানমন্ত্রীর কর্মসূচি: সকাল ১০টায় ঢাকা সেনানিবাস এলাকায় নবনির্মিত ‘এএফআইপি ভবন’ এবং ‘আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ’-এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুর সাড়ে ১২টায় গণভবনে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ বাংলাদেশ ২০২৪-এর প্রতিনিধিদলের সঙ্গে ট্রপিসহ আলোকচিত্র ধারণ।
এ ছাড়া বিকেল ৫টায় সংসদ অধিবেশনে যোগদান।

সেতুমন্ত্রীর কর্মসূচি: বেলা সাড়ে ১১টায় ধানমন্ডিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

স্বাস্থ্যমন্ত্রীর কর্মসূচি: বেলা সাড়ে ১১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে ‘তাপ-সম্পর্কিত অসুস্থতার ওপর জাতীয় নির্দেশিকা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা।

এ ছাড়া দুপুর ১টায় সচিবালয়ের সম্মেলন কক্ষে ‘তাপপ্রবাহ থেকে সুরক্ষা নির্দেশিকা’ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন স্বাস্থ্যমন্ত্রী।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর কর্মসূচি: বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে বিশ্বখ্যাত ভারতীয় আলোকচিত্রী রঘু রাই-এর ‘রাইজ অব আ নেশন’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তথ্য প্রতিমন্ত্রীর কর্মসূচি: বিকেল ৩টায় সচিবালয়ে নিজ দফতরে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রোর সৌজন্য সাক্ষাৎ।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪৭ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ মে ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]