রবিবার ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সহিংসতা কমাতে সম্মত ইসরাইল ও ফিলিস্তিন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

অধিকৃত অঞ্চলে সহিংসতা কমাতে সম্মত হয়েছেন ইসরাইল ও ফিলিস্তিনের কর্মকর্তারা। সহিসংতা রোধে উভয় পক্ষই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) জর্ডানের আকাবা বন্দর এলাকায় অনুষ্ঠিত এক বৈঠকের পর উভয় পক্ষ যৌথ বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, ফিলিস্তিন এবং ইসরাইলি কর্মকর্তারা পরবর্তী সময়ে যেকোনো ধরনের সহিংসতা রোধে একযোগে কাজ করতে সম্মত হয়েছেন। পাশাপাশি পরিস্থিতি স্থিতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতেও একমত হয়েছেন তারা।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইল আগামী চার মাস নতুন করে বসতি স্থাপনের বিষয়ে আলোচনা বন্ধ রাখবে এবং আগামী ছয় মাস নতুন কোনো বসতি স্থাপনের অনুমোদন দেবে না।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পুঙ্খানুপুঙ্খ এবং খোলামেলা আলোচনার পর ফিলিস্তিনি ও ইসরাইলি পক্ষ উত্তেজনা কমাতে এবং নতুন সহিংসতা প্রতিরোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেছে। এছাড়া তিন থেকে ছয় মাসের জন্য সব ধরনের একতরফা পদক্ষেপ বন্ধে অবিলম্বে কাজ করার জন্য যৌথ প্রস্তুতি এবং প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।’

এতে আরও বলা হয়েছে, মিশর ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আয়োজক জর্ডান ইসরাইল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে এ সমঝোতাকে দুই পক্ষের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা ও গভীর করার দিকে বড় অগ্রগতি হিসেবে বিবেচনা করেছে। দুপক্ষই মার্চ মাসে মিশরের শারম আল-শেখে আবারও বৈঠকে বসতে সম্মত হয়েছে।

এর আগে, ফিলিস্তিনি ভূখণ্ড অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের ক্রমবর্ধমান আগ্রাসন বন্ধে রোববার (২৬ ফেব্রুয়ারি) আলোচনা শুরু হয়। জর্ডানের মধ্যস্থতায় ইসরাইল ও ফিলিস্তিনের প্রতিনিধিরা এই আলোচনায় অংশ নেন। লোহিত সাগরের তীরবর্তী আকাবা বন্দর এলাকায় এই আলোচনা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩১ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(224 বার পঠিত)
(202 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]