রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইয়ামেনে ত্রাণ নিতে গিয়ে পদদলিত হয়ে ৮৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

ইয়ামেনে ত্রাণ নিতে গিয়ে পদদলিত হয়ে ৮৫ জনের মৃত্যু

ইয়েমেনের রাজধানী সানায় ত্রাণ নিতে গিয়ে পদদলিত হয়ে কমপক্ষে ৭৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে বার্তাসংস্থা এএফপি জানায়, ইয়েমেনের রাজধানীতে দাতব্য সহায়তা হিসেবে যাকাতের অর্থ বিতরণের সময় পদদলিত হয়ে ৮০ জনেরও বেশি লোক নিহত এবং আরো শত শত লোক আহত হয়েছেন।

একজন হুথি নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, সানার বাব আল-ইয়েমেন জেলায় পদদলিত হওয়ার পর কমপক্ষে ৮৫ জন নিহত এবং ৩২২ জনের বেশি আহত হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি এএফপিকে বলেন, মৃতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানায় অবস্থানরত এএফপির একজন সংবাদদাতা জানান, রাজধানী একটি স্কুলের ভেতরে এ ঘটনা ঘটেছে। সেখানে যাকাতের অর্থ বিতরণ করা হচ্ছিল।

নিহত ও আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং যাকাত বিতরণে অনিয়মের জন্য দায়ীদের হেফাজতে নেয়া হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। এ ঘটনায় তদন্তের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে কয়েক ডজন মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া কিছু মানুষকে চিৎকার করতে দেখা গেছে।

প্রসঙ্গত, আরব উপদ্বীপের দরিদ্রতম এ দেশটি বহু বছর ধরে যুদ্ধপীড়িত এবং এই কারণে দেশটির বেশিরভাগ মানুষই দরিদ্র।

Facebook Comments Box
advertisement

Posted ৩:১৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(237 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]