মঙ্গলবার ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এক যুগ পর ভারত যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

এক যুগ পর ভারত যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

দীর্ঘ এক যুগ পর ভারতে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। আগামী মে মাসে ভারতে অনুষ্ঠিতব্য সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে যোগ দেবেন পাক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।

মে মাসের ৪ ও ৫ তারিখ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন হবে ভারতের গোয়ায়। তাই সদস্য দেশ হিসেবে পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়।

বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের প্রতিনিধিদের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের মোট ৮টি সদস্য দেশ রয়েছে। এই দেশগুলি হলো- চীন, ভারত, পাকিস্তান, রাশিয়া, কাজাকস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান। ২০২২-২৩ সালের জন্য এসসিও-র সভাপতিত্ব করছে ভারত। মে মাসে অনুষ্ঠিতব্য পররাষ্ট্রমন্ত্রীদের এসসিও বৈঠক হওয়ার কথা গোয়াতে। এই সামিটে অংশগ্রহণের জন্য ইসলামাবাদের ভারতীয় দূতাবাসের মাধ্যমে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাক পররাষ্ট্রমন্ত্রীর কাছে এই আমন্ত্রণপত্র পাঠান।

প্রসঙ্গত, প্রায় এক যুগ পরে ভারতে আসতে চলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। শেষ ২০১১ সালে তৎকালীন পাক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খান পা রেখেছিলেন ভারতে। এরপর ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতে এসেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ২০১৫ সালে ভারতের তরফে শেষবার পাকিস্তান সফরে গিয়েছিলেন ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এরপরেই পুলওয়ামায় আমায় সেনা ট্রাকে হামলা, পাঠানকোট হামলাসহ নানা কারণে দুই দেশের সম্পর্কে ফাটল ধরে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(227 বার পঠিত)
(203 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]