রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে কোল্ড স্টোরেজে মিলল ২৮ লাখ পিস ডিম

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ মে ২০২৪ | প্রিন্ট

কিশোরগঞ্জে কোল্ড স্টোরেজে মিলল ২৮ লাখ পিস ডিম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এগারসিন্দুর কোল্ড স্টোরেজে মজুত ছিল ২৮ লাখ ডিম। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা। মজুতের অভিযোগে সেখানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রোববার (৫ মে) দুপুরে ওই অভিযান চালান অধিদফতরের কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।

এ সময় উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর লুৎফুন্নাহার বেগমসহ জেলা পুলিশের একটি তদারকি টিম।

কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে ডিমের বাজার স্থিতিশীল রাখার স্বার্থে গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় অবস্থিত এগারসিন্দুর কোল্ড স্টোরেজে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায়, এই আলুর কোল্ড স্টোরেজে বিভিন্ন জেলার ব্যবসায়ীরা প্রায় ২৮ লাখ পিস ডিম মজুত করেছেন।

এগারসিন্দু কোল্ড স্টোরেজের ম্যানেজার মোহাম্মদ আলতাফ হোসেনের সঙ্গে কথা বলে এবং রেজিস্টার বহি পর্যবেক্ষণ করে জানা যায়, প্রায় ২০ দিন বা একমাস কোল্ড স্টোরেজে মজুত করা হয়েছে। বিভিন্ন জেলার ব্যবসায়ীদের ডিম মজুত কার্যক্রম সন্দেহজনক এবং বাজার অস্থির করা হতে পারে মর্মে তথ্য রয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আরো জানান, আমরা কোল্ড স্টোর কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি ডিম মজুত রাখা ব্যবসায়ীদের একদিনের মধ্যেই ডিম খালাস করার জন্য। অন্যথায় বাজার অস্থিতিশীল করার জন্য ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৫৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ মে ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]