মঙ্গলবার ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সানায় অনুদান নিতে গিয়ে ৮৫ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

সানায় অনুদান নিতে গিয়ে ৮৫ জনের প্রাণহানি

ইয়েমেনের রাজধানী সানার একটি স্কুলে অনুদান নিতে গিয়ে আতঙ্কে পদদলিত হয়ে কমপক্ষে ৮৫ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ৩২২ জন। হুতি নিয়ন্ত্রিত সরকারের একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গার্ড়িয়ান। রমজান মাসের শেষের দিকে, ঈদের আগ মুহূর্তে বুধবার এ প্রাণহানির ঘটনা ঘটল।

হুতি নিয়ন্ত্রিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে মধ্যপ্রাচ্যের কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা বলছে- ওই অনুদান বিতরণের আয়োজন করে সেখানকার ব্যবসায়ীরা। বার্তা সংস্থার এপির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে- আবদেল রহমান আহমদ নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অনুদান বিতরণের সময় ভিড়ের মধ্যে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আকাশের দিকে গুলি ছোড়ে সশস্ত্র হুতি বিদ্রোহীরা। তারা ইলেকট্রিক তারে অনবরত আঘাত করে। এতে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন অনুদান প্রার্থীরা এবং ছোটাছুটি করতে থাকেন।

বাব আল ইয়েমেন এলাকায় এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ঘটনার পর সেখানে বিশৃঙ্খল অবস্থা দেখা গেছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে- শ খানেক লোক ওই স্কুলে জড়ো হয়েছিলেন অনুদান নেওয়ার জন্য।

স্বরাষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, অনুদান বিতরণের সঙ্গে যারা জড়িত তাদের আটক করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।

হুতি বিদ্রোহীরা ২০১৫ সাল থেকে এ শহরের নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে। বিদ্রোহীদের সঙ্গে দ্বন্দ্বে বিধ্বস্ত অবস্থায় রয়েছে ইয়েমেন।

এর মাত্রা আরও বেড়ে গেছে ২০১৫ সালে যখন হুতি বিদ্রোহীরা দেশটির পশ্চিমাঞ্চলের বড় একটি এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এ ঘটনার পর প্রেসিডেন্ট আবরাবুহ মনসুর বিদেশে পালিয়ে যায়।

এরপর আরব দেশগুলোর সৌদি নেতৃত্বাধীন জোট সেখানে হস্তক্ষেপ করে এবং প্রেসিডেন্টের শাসন পুনরুদ্ধার করে।

বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত দেড় লাখ মানুষ সেখানে মারা গেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(226 বার পঠিত)
(203 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]