শুক্রবার ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের গুলিতে নিহত ৩৩

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৪ মে ২০২৩ | প্রিন্ট

বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের গুলিতে নিহত ৩৩

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে প্রায়ই বিভিন্ন হামলার ঘটনা ঘটে। দেশটিতে সশস্ত্র হামলায় এই পর্যন্ত বহু মানুষের প্রাণহানি ঘটেছে। সশস্ত্র জঙ্গি গোষ্ঠিগুলো অন্যান্য সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে, এই হামলাগুলো পরিচালনা করে থাকে বলে ধারণা করা হয়।

এবার বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে দেশটির মাউহান প্রদেশের একটি গ্রামে। প্রাদেশিক গভর্নরের বরাত দিয়ে এ তথ্য জানায় ভয়েস অব আমেরিকা।

বৃহস্পতিবার (১১ মে) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে হামলাকারীরা একদল কৃষকের ওপর নির্বিচারে গুলি চালায়। মাউহান প্রদেশের চেরিবা বিভাগের ইউলাউ গ্রামে কাপুরুষোচিত ও বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এমন হামলায় এর আগেও অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়, বন্দুকধারীরা নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালায় যারা নদীর তীরে কৃষিকাজ করছিলেন। এ সময় প্রাদেশিক গভর্নর মৃতের সংখ্যা ৩৩ জন বলে নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা ভারী অস্ত্রধারীরা কৃষকদের উপর করে এলোমেলোভাবে গুলি ছোড়ে। এই হামলায় তাৎক্ষণিকভাবে নিহত হয় গুলিবিদ্ধ কৃষকেরা।

শুক্রবার নিহতদের দাফন করা হয়েছে। এ ঘটনায় আরো তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। হামলাকারীরা গুলি চালানোর আগে বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এমন ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দেশটির প্রাদেশিক গভর্নর। তিনি জানান হামলাকারীদের ধরতে যথাযথ পদক্ষেপ নিবে দেশটির প্রশাসন।

সূত্র: ভয়েস অব আমেরিকা

Facebook Comments Box
advertisement

Posted ৬:১১ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(221 বার পঠিত)
(201 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]